বাংলাদেশ স্কাউটস খুলনা জেলা রোভারের ৬৬তম জোটা ও ২৭তম জোটি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে তিনব্যাপী জোটা জোটি ২০২৩ এর ২য় দিনে জেলা রোভার সম্পাদক মো. মাহমুদ হোসেন এর সঞ্চলনায় আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস খুলনা জেলা রোভারের সহ-সভাপতি ও সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ মো. বদিউজ্জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন খুলনা জেলা রোভার কমিশনার মো.আমিনুর রহমান,বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের ডিআরসি তাপস কান্তি সমাদ্দার এলটি, খুলনা জেলা রোভারের রোভার নেতা মো. শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক শংকর কুমার সানা, সদস্য নির্বাহী কমিটি ও খুলনা জেলা রোভার অ্যাডমিন সুব্রত শাহা এলটি,মনিরুল ইসলাম সরদার এল টি সহ বাংলাদেশ স্কাউটস খুলনা জেলা রোভারের সিনিয়র রোভার প্রতিনিধি সাজিদ হাসান সৈকত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল সাবেক ডিআরসি শিকদার রুহুল আমিন এল টি।
বিশ্ব স্কাউট আয়োজিত বিশ্বের বৃহত্তম ডিজিটাল স্কাউট ইভেন্ট এবং ১৭২টিরও বেশি দেশের ২০ লক্ষেরও বেশি স্কাউট সদস্যদের অংশগ্রহণে ২০ অক্টোবর থেকে ২২অক্টোবর ২০২৩ পর্যন্ত ৩দিন ব্যাপী অনলাইন প্লাটফর্মে মিলন মেলা ৬৬তম জোটা (জাম্বুরী অনদ্যা এয়ার) ও ২৭তম জোটি (জাম্বুরী অন দ্যা ইন্টারনেট) বাংলাদেশ স্কাউটসের স্পেশাল ইভেন্ট’স এর ব্যাপস্থাপনায় সারা দেশের ন্যায় খুলনা জেলা রোভারের আয়োজনে ২১অক্টোবর শনিবার সকালে সরকারি মজিদ মেমরিয়াল সিটি কলেজের অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী জেলা রোভারের আয়োজিত এই জোট জোটি ক্যাম্পে খুলনা জেলা রোভারের বিভিন্ন ইউনিটের ৭০ জন রোভার ও গার্লইন রোভার সফলতার সাথে অংশগ্রহণ করেছে।
বিশ্ব স্কাউটের তিনদিন ব্যাপী ৬৭তমজোটা ও ২৭তম জোটি তে খুলনা জেলার বিভিন্ন ইউনিটের রোভার স্কাউট ও স্কাউটারবৃন্দ ঘরে বসে ইন্টারনেট ব্যাবহার করে অনলাইন প্লাটফর্ম সমূহের মাধ্যমে বিভিন্ন দেশের স্কাউটদের সাথে যোগাযোগ করে তথ্য আদান প্রাদান সহ শিক্ষা মূলক কর্মকান্ডের মাধ্যমে নিজেদের দক্ষতা বৃদ্ধি করবে।
২০অক্টোবর থেকে শুরু হওয়া তিনদিন ব্যাপী এই জোটি ও জোটি’র বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণের মাধ্যমে এবং কোড সংগ্রহ করে স্কাউট সদস্যরা বিশ্ব স্কাউট প্রদত্ত সার্টিফিকেট অর্জন করবে। জেলা রোভারের আয়োজনের পাশাপাশি খুলনা জেলায় বিভিন্ন ইউনিট পর্যায়ে আনুষ্ঠানিকভাবে জোটা ও জোটি ২০২৩ অনুষ্ঠিত হচ্ছে।
ডায়নামিক প্রোগ্রামে একটি ইন্টারেক্টিভ ত্রী-ডি ক্যাম্পসাইটের মাধ্যমে ওয়েবিনার, গ্লোবাল ক্যাম্পফায়ার, ট্যালেন্ট শো, লাইভ শো, মজার চ্যালেঞ্জ এবং আরও অনেক কিছু সহ বিভিন্ন ধরনের অনানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম রয়েছে। এবারের জোটা-জোটির লক্ষ্য হল যোগাযোগ প্রযুক্তি, বৈশ্বিক নাগরিকত্বের মূল্যবোধ এবং একটি উন্নত বিশ্ব তৈরিতে তরুনদের ভূমিকা সম্পর্কে জানতে সব বয়সের তরুণদের সমর্থন করা।
খুলনা গেজেট/ টিএ