খুলনা, বাংলাদেশ | ১৩ পৌষ, ১৪৩১ | ২৮ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারে বাসের ধাক্কা, নিহত ৫, আহত ১০
  মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ চলছে, ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

খুলনা জেলা যুবলীগের স্থবিরতা কাটছে, আসছে আহবায়ক কমিটি

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘদিনের স্থবিরতা ও অভিভাবকত্বহীনতা কাটিয়ে প্রাণচাঞ্চল্য হয়ে উঠছে খুলনা জেলা যুবলীগ। শিগগিরই আসছে আহবায়ক কমিটিও। এ নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আগ্রহ বাড়ছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে দলীয় কার্যালয়ে জেলা যুবলীগের অনুষ্ঠিত বিশেষ সভায় সিদ্ধান্ত হয়েছে- আগামী ৩১ অক্টোবর বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। ঝিমিয়ে থাকা সংগঠনটি নিয়ে দীর্ঘদিন আলোচনা-সমালোচনা চলছে ঘরে-বাইরে।

দলীয় সূত্রমতে, ২০১৫ সালের ২৬ ফেব্র“য়ারি অনুষ্ঠিত জেলা আ’লীগের সম্মেলনের নয় মাস পর পূর্ণাঙ্গ কমিটিতে জেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান জামাল ও সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাবুকে সাংগঠনিক সম্পাদক করায় নেতৃত্ব শুণ্য হয়ে পড়ে জেলা যুবলীগ। টানা তিন দফায় সরকার গঠনের ফলে আ’লীগের ভ্যানগার্ড খ্যাত এ সংগঠনটির বিপুল সংখ্যক নেতাকর্মী থাকলেও স্থবির হয়ে পড়ে জেলা যুবলীগ। ঘরে-বাইরে নানা বিতর্কেরও সৃষ্টি হয়।

এদিকে, শুক্রবার বিকেল ৩টায় সংগঠনের কার্যালয়ে জেলা যুবলীগের বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক সরদার জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১০ ও ১১ নভেম্বর দু’দিনের কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি। আগামী ৩১ অক্টোবর খুলনা জেলা যুবলীগের বর্ধিত সভার সিদ্ধান্ত হয়। সভায় বক্তৃতা করেন এবিএম কামরুজ্জামান, আসাদুজ্জামান খান রিয়াজ, জলিল তালুকদার, জামিল খান, এ্যাড. নুরুল আমিন, মো. হারুন মোল্যা, এফএম মফিজুর রহমান, মোঃ জামাল হোসেন ও প্রদীপ বিশ্বাস প্রমুখ। সভায় জেলা যুবলীগের সদস্য নন, এমন ব্যক্তিদের সদস্যপদ ব্যবহারের ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন নেতৃবৃন্দ।

এরআগে, গত ১৬ সেপ্টেম্বর জেলা যুবলীগের ভাবমুর্তি ফিরিয়ে আনতে নতুন কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে গণমাধ্যমে বিবৃতি দিয়েছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু। তিনি অভিযোগ করেন, জেলা যুবলীগ এখন কতিপয় নেতা পকেট ও প্যাড সর্বস্ব কমিটিতে পরিণত হয়েছে। যে প্যাড ব্যবহার করে অর্থ আয়ের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। অনেকেই যুবলীগের কমিটি বিলুপ্ত করা ও কমিটিতে যোগদান অব্যাহত রেখেছে। যা সম্পুর্ণ অগঠণতান্ত্রিক ও সংগঠন পরিপন্থী। ঐতিহ্যবাহী সংগঠনের ভাবমূর্তিকে ধুলায় মিশিয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছিলেন জেলা যুবলীগের সর্বশেষ এই সাধারণ সম্পাদক।

যুবলীগের কেন্দ্রীয় একাধিক নেতা জানিয়েছেন, খুলনা জেলা যুবলীগের বিষয়টি কেন্দ্রীয় নেতৃবৃন্দ জানেন। শিগগিরই জেলা যুবলীগের আহবায়ক কমিটি দেয়া হবে। দ্রুততম সময়ের মধ্যে সেই আহবায়ক কমিটি কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সম্মেলনের মধ্যদিয়ে পূর্ণাঙ্গ কমিটি করবে।

প্রসঙ্গত্ব, গত বছরের সেপ্টেম্বরে খুলনা মহানগর যুবলীগে মোঃ শফিকুর রহমান পলাশকে আহবায়ক ও শেখ শাহজালাল হোসেন সুজনকে যুগ্ম-আহবায়ক করে ২৩সদস্যের কমিটি ঘোষণা করে কেন্দ্র। করোনা পরিস্থিতিসহ নানাকারণে নগর যুবলীগের কমিটির পুর্ণতা দেয়া সম্ভব হয়নি বলে দাবি নেতৃবৃন্দ। তার আগে ১১ বছর কেটেছিল নগর যুবলীগের আহবায়ক কমিটিতেই।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!