খুলনা জেলা প্রশাসনের আওতাধীন সৈয়দপুর ট্রাস্টের ৪০ লাখ টাকা আত্মসাতের ঘটনায় সাময়িক বরখাস্ত অফিস সহায়ক সোহেল আরমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে সহকারী পরিচালক তরুণ কান্তি ঘোষ বাদি হয়ে এ মামলাটি দায়ের করেন।
জেলা প্রশাসকের কার্যালয় ও দুদক থেকে জানা গেছে, অফিস সহায়ক সোহেল আরমান বিভিন্ন সময়ে জেলা প্রশাসকের স্বাক্ষর জাল করে বিভিন্ন ব্যাংক থেকে ৪০ লাখ টাকা আত্মসাৎ করেন। গত সেপ্টেম্বর মাসে বিষয়টি ধরা পড়লে জেলা প্রশাসকের কার্যালয় থেকে তার বিরুদ্ধে খুলনা সদর থানায় জিডি করা হয়। একইসঙ্গে অর্থ আত্মসাতের ঘটনায় মামলা দায়েরের জন্য দুদকে চিঠি পাঠানো হয়।
দুদকের সহকারী পরিচালক তরুণ কান্তি ঘোষ জানান, জেলা প্রশাসক কার্যালয় থেকে কমিশনে চিঠি পাঠানোর পর মামলা অনুমোদন করা হয়েছে। আজ মামলাটি নথিভুক্ত করা হয়।
তিনি আরও জানান, আপাতত এ মামলার আসামি একজন। তদন্তে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদেরও আসামি করা হবে।
খুলনা গেজেট/এইচ