খুলনা, বাংলাদেশ | ২৬ আশ্বিন, ১৪৩১ | ১১ অক্টোবর, ২০২৪

Breaking News

  বিশ্ব ক্ষুধা সূচকে তিন ধাপ পিছিয়ে ৮৪তম বাংলাদেশ
  দীপ্ত টিভির তামিম হত্যা: ৫ আসামি ৪ দিনের রিমান্ডে
ধর্মীয় বক্তা ও মাদ্রাসার বিরুদ্ধে গণকমিশনের অভিযোগ

খুলনা জেলা ইমাম পরিষদের সমাবেশ ২৬ মে

নিজস্ব প্রতিবেদক

খুলনা জেলা ইমাম পরিষদের জরুরী সভা শুক্রবার (২০ মে) বাদ যোহর নগরীর ফেরীঘাট মসজিদে বেলাল কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন মাওলানা মোহাম্মদ সালেহ এবং পরিচালনা করেন মাওলানা গোলাম কিবরিয়া।

সভা থেকে কথিত গণকমিশন ১১৬ জন ধর্মীয় বক্তা ও ১০০০ মাদরাসার বিরুদ্ধে দুদকে যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তারা। সভায় বলা হয়, তথা কথিত গণকমিশন মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। তাই তাদের এ অভিযোগ আমলে না নিয়ে তাদেরকে দ্রুত এই কাজ করা থেকে বিরত থাকা ও জাতির বিভক্তির কোন কাজ যাতে তারা করতে না পারে সে বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

এই মিথ্যা বানোয়াট অভিযোগের প্রতিবাদে খুলনা জেলা ইমাম পরিষদ আগামী সোমবার (২৩ মে) বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করবে। একইসঙ্গে আগামী ২৬ মে বিকাল ৩টায় নগরীর ডাকবাংলা চত্তরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করার সিদ্ধান্ত গ্রহণ করে।

সভায় উপস্থিত ছিলেন জেলা ইমাম পরিষদের নেতা মোশাররফ হোসেন, নাসির উদ্দিন কাসেমী, এএফএম নাজমুস সউদ, জিহাদুল ইসলাম, গোলামুর রহমান, আবুল কালাম আজাদ, কারামত আলী, আনোয়ারুল আযম, শফিকুল ইসলাম, মোল্লা মেরাজুল হক, মাসুম বিল্লাহ, রফিকুল ইসলাম, সিদ্দিকুর রহমান, হেকমত আলিম, জাফর সাদিক, ফয়সাল, রবিউল ইসলাম রাফে, মহসিন উদ্দিন, হাবিবুল্লাহ বিলালী, শফিকুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, গোলাম মাওলা, আব্দুল্লাহ, জিহাদুল হক, নূর সাঈদ জালারী, ইমদাদুল হক, অজিহর রহমান প্রমুখ। সূত্র-খবর বিজ্ঞপ্তি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!