খুলনা, বাংলাদেশ | ২৩ পৌষ, ১৪৩১ | ৭ জানুয়ারি, ২০২৫

Breaking News

  সব শিক্ষার্থী এ বছর কখন বই পাবে এখনই বলা যাচ্ছে না: শিক্ষা উপদেষ্টা
  ফরিদপুরে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের পাঁচজন নিহত

খুলনা গেজেটের কাছে প্রত্যাশা ও প্রাপ্তি

মামুন অর রশিদ

‘সবার আগে, সঠিক খবর’ স্লোগানকে ধারণ করে ২০২০ সালের জুলাইয়ে খুলনা গেজেট আত্মপ্রকাশ করে। আমরা একটু পিছনে ফিরে যেতে চাই, ১৭৮০ সালের ২৯ জানুয়ারি বেঙ্গল গেজেট নাম নিয়ে নতুন একটি সংবাদপত্রের আত্মপ্রকাশ ঘটে ভারতীয় উপমহাদেশের মাটিতে। যা ক্যালকাটা অ্যাডভাইটাজার বা ক্যালকাটা গেজেট নামে সমধিক পরিচিত ছিল। জেমস্ অগাস্টাস হিকি নামের এক ইংরেজ ভদ্রলোক এটি সম্পাদনা করতেন। এটি ছিল ভারতীয় উপমহাদেশের প্রথম সংবাদপত্র। এভাবেই ভারতীয় উপমহাদেশের যাত্রা শুরু হয়েছিল প্রথম সংবাদপত্রের। খুলনা গেজেটের সাথে বেঙ্গল গেজেট নামের সাথে কিছুটা মিল থাকলেও অমিলটা অনেক।

যাইহোক এখন ডিজিটাল যুগে সংবাদপত্রগুলো সব অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে সংবাদ সংগ্রহ, সরবরাহ ও বিপণন করছে। বর্তমানে সময়ের সাথে প্রযুক্তির উন্মেষের কারণে সংবাদপত্র এখন আমাদের মুঠোফোনের স্ক্রিনে চলে এসেছে। নিউজ পোর্টালগুলো সার্বক্ষণিকভাবে নতুন নতুন সংবাদের নোটিফিকেশন দিচ্ছে।

২০২০ সালটাকে বৈশ্বিক মহামারীর বছর হিসেবে গণ্য করা হচ্ছে। আর এই ভয়াবহতার মধ্যেই পদ্মার এপারে দক্ষিণ বঙ্গের অনলাইন ভিত্তিক নিউজ ওয়েবপোর্টাল খুলনা গেজেটের যাত্রা। প্রতিষ্ঠার এক বছরের এ যাত্রায় সমধিক জনপ্রিয়তা লাভ করেছে পোর্টালটি। যদিও এটি আঞ্চলিক নিউজ পোর্টাল হিসেবে কাজ করলেও আমার কাছে এটি জাতীয় অনলাইন নিউজ পোর্টালের চেয়ে কোনো অংশে কম নয়। পোর্টালের কালার রিডারের জন্য আই সুদিং। অনলাইনে দীর্ঘক্ষণ পড়লে চোখের উপর রংয়ের একটা প্রভাব থাকে। আর এজন্য পোর্টালের রংটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় পাঠকের কাছে পৌঁছানের জন্য।

এছাড়া নিউজ ট্রিটমেন্ট এর দিক থেকে সম্পাদক সত্যিই বাহবা পেতে পারেন। যা এ অঞ্চলের মানুষের কাছে একটি পূর্ণাঙ্গ পোর্টাল হিসেবে নানান অনুসঙ্গকে ধারণ করে নিয়মিত তথ্য দিয়ে চলেছে। সংবাদের নেভিগেশনও খুব চমৎকারভাবে সাজানো হয়েছে। খুলনা বিভাগের প্রতিটি জেলার জন্য রয়েছে ভিন্ন সেকশন। যুগের সাথে তাল মিলিয়ে ভিডিও কনটেন্টের মাধ্যমেও সংবাদ সরবরাহ করছে নিয়মিতভাবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পোর্টালটিতে রয়েছে আর্কাইভের ব্যবস্থা, যে কোনো পাঠক পুরাতন সংবাদ সহজেই সেখানে গিয়ে খুঁজে পেতে পারেন। যা এখনো অনেক জাতীয় অনলাইন নিউজ ওয়েবপোর্টালেই নেই। এছাড়া সব ধরনের পাঠকের কথা মাথায় রেখে প্রতিটি সেকশনকে সমৃদ্ধ করা হয়েছে অতি নিখুঁতভাবে ; যেমন বাংলাদেশ, রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, আইটি, শিক্ষা, লাইফ স্টাইল, বিনোদন, মুক্ত ভাবনা, ইসলাম ও জীবন, সোশ্যাল মিডিয়া, চিকিৎসা, চিত্র বিচিত্র, এবং ফটো গ্যালারী। দেশের জাতীয় ঐতিহ্যকে ধারণ করে দক্ষিণবঙ্গসহ সারাদেশের মানুষের সংবাদের চাহিদা পূরণ করে যাচ্ছে খুলনা গেজেটের একঝাঁক সংবাদকর্মী। তাছাড়া এ বছরই সংবাদকর্মীদের প্রতিনিধি সম্মেলন করেছে, যেটি সত্যিই এক অভাবনীয় ও প্রশংসনীয় উদ্যোগ। এছাড়াও পোর্টালটির রয়েছে সামাজিক মাধ্যম, যেখানে নিয়মিত নিউজ আপডেট করেও চলেছে।

একজন পাঠক হিসেবে খুলনা গেজেটের কাছে আমার প্রত্যাশা কি হতে পারে তার নমুনা তুলে ধরছি। দক্ষিণাঞ্চল নানা সমস্যা-প্রতিকূলতায় পরিপূর্ণ। এজন্য সেসব সমস্যাকে আরো বেশি করে কাভারেজ দিয়ে কর্তৃপক্ষের মনোযোগ আকর্ষণ করা। এজন্য খুলনা গেজেটকে আরও দায়িত্বশীল পোর্টাল হিসেবে দেখতে চাই। সংবাদের গুণগতমান ও সোর্সের সঠিক ব্যবহার থাকা চাই। কোনো ধরনের সেনসেশনাল সংবাদ দেখতে চাই না। আরও বেশি অনসন্ধানীমূলক ও ব্যাখ্যামূলক প্রতিবেদন চাই।

সুন্দরবন নিয়ে স্পেশাল সেকশন করা যায় কি না, সেটি ভেবে দেখার প্রস্তাব জানাচ্ছি। এছাড়া বেনাপোল স্থল বন্দর, ভোমরা স্থলবন্দর ও মংলা বন্দরকে আরো কার্যকরী করে তোলার ক্ষেত্রে খুলনা গেজেট দারুণ ভূমিকা পালন করতে পারে।

কোভিড-১৯ এর মধ্যেই নতুন পোর্টালটির আত্মপ্রকাশের এ যাত্রা মোটেই সহজ ছিল না। পোর্টাল সুপ্রতিষ্ঠিত হতে পার করেছে নানা রকম চড়াই-উৎরাই। এক বছর পূর্তির এ যাত্রায় অনেক অনেক শুভ কামনা রইলো গেজেটের জন্য। সামনের দিনগুলোতে খুলনাঞ্চলের শীর্ষস্থানীয় পোর্টালে রূপান্তরিত হবে এ প্রত্যাশা রাখছি।

(লেখক : সহকারী অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয়)

খুলনা গেজেট/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!