বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম শুভ জন্মদিন উপলক্ষে খুলনা খান বাহাদুর আহছানউল্লা বিশ্ববিদ্যালয়ে দুইদিন ব্যাপী কর্মসূচি পালন করা হয়। ১৬ মার্চ প্রথম দিনে ঐধংরহধ: অ উধঁমযঃবৎ’ং ঞধষব শীর্ষক চলচ্চিত্র প্রদর্শিত হয়, এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সকলে উপস্থিত ছিলেন।
১৭ মার্চের অনুষ্ঠানের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. কাজী মোকলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলংকৃত করেন ইংরেজী বিভাগের প্রধান ও কলা ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. গাজী আবদুল্লাহেল বাকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ শাহেদ আকন্দ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর অসাধারণ অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং উপস্থিত শিক্ষার্থীদের বাংলাদেশের সঠিক ইতিহাস চর্চার বিষয়ে গুরুত্বারোপ করেন এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে সকলকে একত্রে কাজ করার আহ্বান জানান।
বক্তারা বঙ্গবন্ধুর জীবনী ও স্মৃতিচারণমূলক ইতিহাস নির্ভর ঘটনাবলী আলোচনা করেন। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের প্রধানসহ বিপুল সংখ্যক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিশু, শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে নিয়ে কেক কাটেন প্রধান অতিথি। সঞ্চালনায় ছিলেন ড. প্রদীপ দে এবং ব্যবস্থাপনায় প্রশাসনিক কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম শফিক।
খুলনা গেজেট/ এসজেড