খুলনা, বাংলাদেশ | ১৪ আশ্বিন, ১৪৩১ | ২৯ সেপ্টেম্বর, ২০২৪

Breaking News

  কুষ্টিয়ার খোকসায় সড়ক দুর্ঘটনায় তিন শিশু নিহত, আহত দুই
  দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
১৫৯তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নামটি স্যার পিসি রায়ের নামকরণের দাবি

নিজস্ব প্রতিবেদক

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নামটি জগৎবিখ্যাত এই বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের নামে নামকরণের দাবি জানানো হয়েছে। পাশাপাশি খুলনা কালেকটরেট চত্ত্বরে খুলনা জেলার মণিষীদের ভাষ্কর্য স্থাপনের দাবি জানিয়েছেন আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মবার্ষিকীর আলোচনা সভার বক্তারা।

বক্তারা বলেন, খুলনায় জন্মগ্রহণকারী এই মানুষটি এই অঞ্চলের শিক্ষা বিস্তার, সমবায় আন্দোলন, শিল্প বিস্তারে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। অধুনাবিলুপ্ত খুলনা টেক্টটাইল মিলটি তাঁর উদ্যোগে প্রতিষ্ঠিত। এর প্রকৃত নাম ছিল আচার্য প্রফুল্ল চন্দ্র কটন মিল। মহান এই কর্মবীর মানুষটির প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের লক্ষ্যে আমরা তাঁর নামে কৃষি বিশ্ববিদ্যালয়ের নামকরণ করতে পারি। খুলনায় তাঁর নামে প্রতিষ্ঠিত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়টির অর্থাভাবে সৃষ্ট অচলাবস্থায় উদ্বেগ প্রকাশ করা হয়।

আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৫৯তম জন্মদিবস উপলক্ষে খুলনা বিএমএ মিলনায়তনে এই আলোচনা সভা ২ আগষ্ট অনুষ্ঠিত হয়। এপিসি ফার্মাসিউটিক্যালস ও গুণীজন স্মৃতি পরিষদ যৌথভাবে এই সভা আয়োজন করে। সভাপতিত্ব করেন এপিসি ফার্মাসিউটিক্যালস-এর ব্যবস্থাপনা পরিচালক ও বিএমএ খুলনা শাখার সভাপতি ডা: শেখ বাহারুল আলম। প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু।

আলোচনা করেন সাংবাদিক গৌরাঙ্গ নন্দী, খুলনা সিটি ল কলেজের অধ্যক্ষ এম এ আউয়াল, সাংস্কৃতিক কর্মী হুমায়ুন কবির ববি, খুলনা নাগরিক সমাজের আহবায়ক অ্যডভোকেট আ ফ ম মহসীন, কৃষি ও পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি শ্যামল সিংহ রায়,ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য দেলোয়ার হোসেন দিলু, এপিসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভবতোষ কুমার ঘোষ, আগুয়ান -৭১ এর আবিদ শান্ত, এ্যাড: মো: আব্দুল লতিফ, নারী নেত্রী শামীমা সুলতানা শীলু, ওয়ার্কার্স পার্টির শেখ মফিদুল ইসলাম, বাসদের জনার্দন দত্ত নান্টু, নাগরিক নেতা শাহিন জামাল পণ,

মিজানুর রহিম স্মৃতি পরিষদের সাজ্জাদুর রহিম পান্থ, সিটি গার্লস কলেজের প্রধান শিক্ষক শাহ মো: জিয়াউর রহমান স্বাধীন, নিরাপদ সড়ক চাই এর আহবায়ক এস এম ইকবাল হোসেন বিপ্লব, রূপসা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানস রায়, এপিসি প্রাথমিক বিদ্যালয়ের প্রদীপ দাস, বিষ্ণুপদ দেবনাথ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সনজিত কুমার মন্ডল, এপিসি মাধ্যমিক বিদ্যালয়ের বিপুল কুমার দাস, মাছরাঙ্গা টেলিভিনের সাংবাদিক মোস্তফা জামাল পপলু, কালের কন্ঠের কৌশিক দে, যমুনা টেলিভিশনের প্রবীর বিশ্বাস, ইয়াসিন আরাফাত রুমি প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন এপিসি ফার্মাসিউটিক্যালস-এর জেনারের ম্যানেজার হেনা ভৌমিক। সঞ্চালনা করেন গুণীজন স্মৃতি পরিষদের সমন্বয়কারি ও একুশে টেলিভিশনের সাংবাদিক মহেন্দ্রনাথ সেন।

 

 

খুলনা গেজেট / এনআইআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!