খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

খুলনা কর আইনজীবী সমিতির সভাপতি লুৎফর, সম্পাদক আওরঙ্গজেব

নিজস্ব প্রতিবেদক

খুলনা কর আইনজীবী সমিতির নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে লুৎফর রহমান-আওরঙ্গজেব পরিষদ। এ নির্বাচনে সভাপতি পদে মোঃ লুৎফর রহমান ২০৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ হারুন অর রশিদ পেয়েছেন ২০১ ভোট। সাধারণ সম্পাদক পদে ২৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ আওরঙ্গজেব। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবদাস মিত্র পেয়েছেন ১৫২ ভোট। এ নির্বাচনে মোট ৪৮০ ভোটারের মধ্যে ৪১৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বয়রা পুরাতন কর ভবনে ভোটগ্রহণ শেষে রাতে এ ফল ঘোষণা করা হয়। ১৪টি পদের বিপরীতে ১২টি পদে লুৎফর রহমান-আওরঙ্গজেব পরিষদ জয়ী হয়েছে। মাত্র দু’টি কার্যকরী সদস্য পদে বিজয়ী হয়েছে শেখ হারুন অর রশীদ-শিবদাস মিত্র।

সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন- শচীন্দ্র নাথ পোদ্দার ও এসএম আবু বক্কর সিদ্দিকী, যুগ্ম-সম্পাদক শেখ মোঃ রোকনুজ্জামান, সম্পাদক পাঠাগার শরিফুল ইসলাম, সম্পাদক ক্রীড়া সংস্কৃতি ও সাহিত্য মোঃ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ শারমীন আক্তার লাকী। সদস্য পদে নির্বাচিত হয়েছেন জিএম গোলাম রসুল, মোঃ নজুরুল ইসলাম হাওলাদার, এ বিএম মোস্তফা জামান, মো. আমিনুর রহমান, এস এম শাহনেওয়াজ আলী ও এম হারুন অর রশীদ।

 

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!