খুলনা, বাংলাদেশ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  মেজর সিনহা হত্যা : ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত, বুধবার থেকে শুনানি হাইকোর্টে
  ভিসি পদত্যাগের এক দফা দাবিতে কুয়েট শিক্ষার্থীদের আমরণ অনশন শুরু
  মারা গেছেন খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস, প্রধান উপদেষ্টার শোক
  ঝটিকা মিছিলের ঘটনায় হরিণটানা, খালিশপুর ও আড়ংঘাটা থানায় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের ৩ মামলা, মোট আটক ৪০

খুলনা ও ঢাকায় সমাবেশে হামলার নিন্দা মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক

সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দেশের সম্মানিত ব্যক্তিদের বিরুদ্ধে সরকার প্রধানের দেয়া সম্মানহানীকর বক্তব্যের প্রতিবাদে গত বৃহস্পতিবার (২৬ মে ) দেশব্যাপী বিএনপির প্রতিবাদ কর্মসূচীর অংশ হিসেবে খুলনা বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে সরকারি দলের সন্ত্রাসী ও আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ হামলা, ভাঙচুর গ্রেপ্তার-মিথ্যা মামলা দায়ের ও আহত হওয়ার ঘটনা এবং ঢাকায় দ্বিতীয় দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচীতে সরকারি দলের সন্ত্রাসী হামলা ও দেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট অঙ্গনের পবিত্রতা বিনষ্টের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু।

শুক্রবার (২৭ মে) প্রদত্ত বিবৃতিতে মঞ্জু বলেন, “বিরোধী মত দমনে সরকারের ক্ষমতার সীমাহীন অপব্যবহার, আইন-শৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসী নামিয়ে প্রকাশ্যে নির্বিচারে হামলা চালিয়ে বিএনপি কর্মীদের অর্ধমৃত করা, সমাবেশ ভেঙ্গে দেয়া, আবার আহত নেতাকর্মীদের গ্রেপ্তার ও শতশত নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দায়ের একটি সভ্য সমাজ ও গণতান্ত্রিক দেশে চলতে পারে না। ১৪ বছরের আওয়ামী দুঃশাসনের শৃঙ্খল ভেঙ্গে রক্তে রঞ্জিত রাজপথে জনতার বিজয় এখন কেবল সময়ের ব্যাপার মাত্র।”

সাবেক এমপি মঞ্জু খুলনা ও ঢাকায় সন্ত্রাসী হামলা আহতদের সুস্থতা কামনা, পুলিশের হাতে আটক অর্ধশতাধিক নেতাকমী’র নিঃশর্ত মুক্তি ও দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। একই সাথে বিএনপি ও অঙ্গ দলের কর্মসূচীতে ভবিষ্যতে হামলা না করার আহবান জানান। খবর বিজ্ঞপ্তি।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!