খুলনা জেলা প্রশাসনের সহযোগিতায় ও কৃষি বিপণন অধিদপ্তরের চুড়ান্ত বাস্তবায়নে দেশের প্রথম সরকারী পৃষ্টপোষকতায় নির্মিত কৃষি বিপণন সংক্রান্ত এ্যাপস ‘হাতের মুঠোয় কাঁচা বাজার’ এর ব্যাপকভাবে প্রচারণা চলছে। বুধবার (২২ জুলাই) এ প্রচারণার উদ্বোধন করেন জেলা বাজার কর্মকর্তা মোঃ আব্দুস সালাম তরফদার।
জেলা প্রশাসক কার্যালয়, খুলনা জজ কোর্ট, কৃষি বিপণন অধিদপ্তর ভবনের প্রধান ফটক, খুলনা করোনা ডেডিকেডেট হাসপাতাল (খুলনা ডায়াবেটিকস হাসপাতাল), খুলনা মহানগরীর গুরুত্বপূর্ণ বাজার, গুরুত্বপূর্ণ সড়কের মোড়সহ বিভিন্ন স্থানে প্যানা ও ষ্টিকার স্থাপন কার হয়েছে। বিতরণ করা হয়েছে লিফলেট। প্রচার সামগ্রী পাওয়া গেছে সলিডারিড্যাট নেট এশিয়ার ‘সফল’ প্রকল্পের সৌজন্যে।
জেলা বাজার কর্মকর্তা মোঃ আব্দুস সালাম তরফদার বলেন, ব্যতিক্রমী এ উদ্যোগটি খুলনাতেই প্রথম। গুগলপ্লে স্টোর থেকে ‘হাতের মুঠোয় কাঁচা বাজার’ অ্যাপস্টি ডাউনলোড করে মোবাইলে ইনস্টল করলেই প্রয়োজনীয় কাঁচা তরকারি অর্ডার করতে পারবেন ক্রেতাসাধারণ। কিচ্ছুক্ষণের মধ্যে কাঁচা বাজার পৌঁছে যাবে ক্রেতার দ্বোরগোড়ায়।
খুলনা গেজেট/এআইএন