খুলনা, বাংলাদেশ | ৩ মাঘ, ১৪৩১ | ১৭ জানুয়ারি, ২০২৫

Breaking News

  তিন ঘণ্টা পর হাজারীবাগের ট্যানারি গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
  চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

খুলনায় সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল চাল‌কের মৃত‌্যু

নিজস্ব প্রতি‌বেদক

খুলনায় সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল চাল‌কের মৃত‌্যু হ‌য়ে‌ছে। মঙ্গলবার সকাল ৮ টার‌ দি‌কে নগরীর নতুন রাস্তা ‌মো‌ড়ে দুর্ঘটনা‌টি ঘ‌টে। নিহত মোটর সাইকেল চালক দৌলতপুর থানাধীন দেয়ানা এলাকার জ‌নৈক এম এ র‌বের ছে‌লে আকছার।

দৌলতপুর থানার অ‌ফিসার ইনচার্জ কাজী কামাল ব‌লেন, সকাল ৮ টার দি‌কে আকছার মোটর সাইকেলযো‌গে খুলনার দি‌কে যা‌চ্ছি‌লেন। এ সম‌য়ে বিপরীত দিক থে‌কে ট‌্যাংক লরী মোড় ঘুর‌ছিল। মোটর সাইকেল‌টি ওই লরীর নি‌চে চ‌লে যায়। ঘটনাস্থ‌লে মোটর সাইকেল চাল‌কের মৃতু‌্য হয়। চালক ও হেলপার ঘটনাস্থল থে‌কে পা‌লি‌য়ে যায়। স্থানীয় জনতা গা‌ড়ি‌টি আটক রা‌খে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!