খুলনার শিরোমণিতে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। নগরীর খানজাহান আলী থানার তেতুলতলা রেলক্রসিং এর পাশে কামরুলের গ্যারেজে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে ।
জানা গেছে, ওই সময়ে স্বামী-স্ত্রী কামরুলের গ্যারেজের সামনে থেকে যাচ্ছিলেন। এ সময় ৪/৫ জন লোক জোরপূর্বক তাদের তুলে গ্যারেজের মধ্যে নিয়ে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করে।
এ ব্যাপারে খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করেছেন। মধ্যরাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত ভিকটিম থানায় অবস্থান করছিলেন।