খুলনা, বাংলাদেশ | ৩০ পৌষ, ১৪৩১ | ১৪ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বুধবারের মধ্যে দাবি পূরনের আশ্বাসে সচিবালয়ের সামনে থেকে সরে দাঁড়িয়েছে জবির শিক্ষার্থীরা, অব্যাহত থাকবে ক্যাম্পাস শাটডাউন
  প্রণয় ভার্মাকে ডাকার পরদিনই, দিল্লিতে বাংলাদেশের উপ-হাইকমিশনারকে তলব
  জুলাই-আগস্টে গণহত্যা : প্রসিকিউশনের হাতে শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড

খুলনায় সাঈদীর দাফন না করার দাবিতে আ.লীগের বিক্ষোভ, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর দাফন খুলনায় না করার দাবিতে বিক্ষোভ করছে সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা।

সোমবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১০টা থেকে রাত ১টা পর্যন্ত নগরীর বসুপাড়া এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সোনাডাঙ্গা থানার হাজি ইসমাইল রোড হয়ে শতরূপার মোড় পর্যন্ত গিয়ে শেষ হয়।

প্রসঙ্গত, খুলনার সোনাডাঙ্গায় দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা নামে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন দেলাওয়ার হোসাইন সাঈদী। ওই মাদ্রাসার কবরস্থানে সাঈদীর দাফন করার জন্য আগে থেকেই একটা জায়গা নির্দিষ্ট ছিল। সাঈদীর অসিহতও ছিল সেখানে কবর দেওয়ার।

এদিকে দারুল কুরআন সিদ্দিকীয়া মাদ্রাসা ও মসজিদে জমি দানকারী হাজী খলিল আহমদের ছেলে নজরুল ইসলাম এখানে দাফন না করতে থানায় জিডি করেছেন। তিনি জিডিতে দাবী করেছেন, ১৯৬৭ সালে তার মরহুম পিতা জমি দাতা এই জমিতে মাদ্রাসা, মসজিদ ও পারিবারিক কবরস্থান করার জন্য রেজিষ্ট্রি দলিলে অছিয়ত করে গেছেন। তিনি লোক মারফত এখানে দাফনের সংবাদ শুনে তা বন্ধে থানায় জিডি করেছেন। জিডি নং ১২৯১; তারীখ ১৪.০৮.২৩ইং।

খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মো: তাজুল ইসলাম বলেন, যেহেতু দেলোয়ার হোসেন সাঈদীর পরিবার থেকে খুলনায় দাফনের কোন সিদ্ধান্ত হয়নি এ কারনে তারা সাধারণ জনগন ও নেতাকর্মীদের শান্ত হয়ে চলে যেতে বলেছেন। রাতে সবাই ফিরে গেছেন।

এর আগে সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কারা হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু হয়।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!