খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩
ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে

খুলনায় সম্মিলিত নারী অধিকার ফোরামের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

সিলেট এমসি কলেজসহ দেশব্যাপী ধর্ষণ, নারী নির্যাতন ও হত্যার প্রতিবাদে ‘প্রতিবাদী মানুষের বন্ধন’ করেছে সম্মিলিত নারী অধিকার সুরক্ষা ফোরাম। সোমবার (২৮ সেপ্টেম্বর) খুলনা মহানগরীর রয়েল মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, মামলার দীর্ঘসূত্রিতা এবং ধর্ষকদের যথাযথ শাস্তি না হওয়ায় ধর্ষণের ঘটনা বাড়ছে। এর সঙ্গে যোগ হয়েছে রাজনৈতিক ছত্রছায়া। রাজনৈতিক দলগুলোর প্রশ্রয়ে অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে বলে অভিযোগ করেন বক্তারা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক অজন্তা হালদার এবং পরিচালনা করেন ফাতেমা হুমায়রা সিলভী।

এতে বক্তৃতা করেন সৈয়দা লুৎফন নাহার নীলা, রেহেনা আকতার, রোজী রহমান, সাকেরা বানু, শামীমা সুলতানা শীলু, রসু আকতার, অ্যাডভোকেট তসলিমা খাতুন ছন্দা, সুতপা বেদজ্ঞ, অ্যাডভোকেট কুদরত ই খুদা, মোমিনুল ইসলাম মিজানুর রহমান বাবু প্রমুখ।

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!