খুলনা, বাংলাদেশ | ২৭ আশ্বিন, ১৪৩১ | ১২ অক্টোবর, ২০২৪

Breaking News

  ময়মনসিংহে ভিমরুলের কামড়ে বাবা-মেয়ের মৃত্যু
  এমন রাষ্ট্র গঠন করতে চাই যা নিয়ে দুনিয়ার সামনে গর্ব করা যায়, ঢাকেশ্বরী মন্দিরে শুভেচ্ছা বিনিময় শেষে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
  আজ মধ্যরাত থেকে ইলিশ ধরা-বিপণনে ২২ দিনের নিষেধাজ্ঞা

খুলনায় মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু, আহত ২

নিজস্ব প্রতিবেদক

খুলনায় মোটরসাইকেলের ধাক্কায় খাদিজা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালকসহ ২ জন আহত হয়েছেন

রোববার (১০ জুলাই) রাতে নগরীর খানজাহান আলী থানাধীন ডাক্তারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন – মোটরসাইকেল চালক, ফুলতলা গাড়াখোলা এলাকার মো: রহিম সরদার (২১) ও আরোহী, একই এলাকার আরোহী মো: গালিব বিশ্বাস (১৮)।

খানজাহান আলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার রাত ৮ টার দিকে খানজাহান আলী থানাধীন ডাক্তার বাড়ি খুলনা- যশোর মহাসড়ক পারাপারের সময় খাদিজা বেগমকে ফুলতলা থেকে দৌলতপুরগামী একটি মোটরসাইকেল ধাক্কা দেয়।
মোটরসাইকেলের ধাক্কায় খাদিজা বেগম খুলনা- যশোর মহাসড়কের উপরে ছিটকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে নাক, মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। একইসঙ্গে মোটরসাইকেলের চালক রহিম সরদার ও আরোহী গালিবও মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের উপর ছিটকে পড়ে। এসময় পাশে দাঁড়িয়ে থাকা সিএনজিতে ধাক্কা লেগে তারাও গুরুতর আহত হয়। আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে চিকিৎসার জন্য ফুলতলা উপজেলা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয়। হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণ পর খাদিজা বেগম মৃত্যুবরণ করেন। নিহত খাদিজা বেগম গিলাতলা ২নং বিহারী কলোনির মো: জামিল আহমেদের স্ত্রী।

খুলনা গেজেট /এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!