খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক, সাধারণ ৩১টি ওয়ার্ড ও সংরক্ষিত ১০টি ওয়ার্ডের ৪১ জন কাউন্সিলর আজ বুধবার দায়িত্ব গ্রহণ করবেন। আজ বেলা ১১টায় নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে তাদের দায়িত্ব গ্রহণের কথা রয়েছে।
কেসিসি সূত্রে জানা গেছে, অন্যান্য বার জাকজমকভাবে অনুষ্ঠানের মধ্য দিয়ে মেয়র ও কাউন্সিলররা দায়িত্ব গ্রহণ করতেন। তবে এবার অনাড়ম্বরভাবে দায়িত্ব গ্রহণ করবেন।
কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলাম জানান, বেলা ১১টায় নগর ভবনে কেসিসির সাধারণ পরিষদের সভা আহ্বান করা হয়েছে। সভার শুরুতেই মেয়র ও কাউন্সিলররা দায়িত্ব গ্রহণ করবেন। এরপর সুধীজনদের বক্তব্যের মধ্য দিয়ে প্রথম সভা শেষ হবে। এর মধ্য দিয়েই নতুন পরিষদের ৫ বছরের মেয়াদ গণনা শুরু হবে।
প্রসঙ্গত, নির্বাচনে অংশগ্রহণ করার জন্য খুলনা সিটি করপোরেশনের মেয়রের পদ থেকে মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক গত ১১ মে পদত্যাগ করেছিলেন। গত ১২ জুন সিটি করপোরেশন নির্বাচনে তিনি বিজয়ী হন এবং ৩ জুলাই সিটি মেয়র শপথ গ্রহণ করেছিলেন। সিটি করপোরেশনের বর্তমান পরিষদের মেয়াদ শেষ হয় ১০ অক্টোবর।
খুলনা গেজেট/এইচ