খুলনা মহানগরীতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে আজ বৃহস্পতিবার (০১ অক্টোবর) ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এ অভিযানে রূপসা ট্রাফিক মোড় এলাকার ফার্নিচার ব্যবসায়ী হিমুকে ফেন্সিডিলসহ গ্রেপ্তার করা হয়।
টাস্কফোর্সের অভিযানে নেতৃত্বে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তারিফ-উল-হাসানের পরিচালনায় নগরীর রূপসা স্ট্যান্ড রোডে একটি ব্যবসা প্রতিষ্ঠানে ১১ বোতল ফেন্সিডিলসহ হেমায়েত হোসেন হিমু নামের এক যুবককে গ্রেপ্তার করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাকে খুলনা সদর থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়েছে। সে মাদক সেবী ও বিক্রেতা বলে জানিয়েছে পুলিশ।
অপরদিকে, নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাকের নেতৃত্বে নগরীর হেরাজ মার্কেটে পরিচালিত ভ্রাম্যমান আদালতে রেজিস্ট্রেশন বিহীন মেডিকেল ডিভাইস (পালস অক্সিমিটার, স্টেথোস্কোপ ও বিপি মেশিন) মজুদ করার দায়ে অভিযুক্ত করা হয়। দোষ স্বীকার করায় ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে, রূপসা ঘাট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তারিফ-উল-হাসান পরিচালিত মোবাইল কোর্টের ৪টি মামলায় সড়কে যান চলাচলে অনিয়মের দায়ে ৪জনকে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। মাদকমুক্ত সমাজ গঠন, সড়কে যান চলাচলে শৃঙ্খলা আনয়ন এবং জনগণের সুস্বাস্থ্য নিশ্চিতকরণে জেলা প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।
খুলনা গেজেট/এআইএন