খুলনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (০৯ সেপ্টেম্বর) নগরীর সোনাডাঙ্গা ও ডুমুরিয়া উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
তিনি জানান, নগরীর সোনাডাঙ্গা থানাধীন নিউমার্কেট এলাকায় তদারকি করে মূল্যবিহীন বিদেশী কসমেটিকস রাখায় আমান ট্রেডার্সকে এক হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়। পৃথক আরেকটি অভিযানে ডুমুরিয়া উপজেলার শাহাপুর বাজারে তদারকি করে মূল্য বিহীন বিদেশী কসমেটিকস রাখায় অয়ন কসমেটিকসকে ৫ হাজার টাকা, মেয়াদ, মূল্যবিহীন বোতলজাত ঘি রাখায় আদি ঘোষ ডেয়ারিকে ২ হাজার টাকা, এবং থুকড়া বাজারে মূল্যবিহীন বিদেশী কসমেটিকস রাখায় মা এন্টারপ্রাইজকে এক হাজার টাকা, মাওয়া কসমেটিকসকে ২ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়।
এ অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানোসহ সচেতন করা হয়।
খুলনা গেজেট/এআইএন