খুলনা, বাংলাদেশ | ২৩ আশ্বিন, ১৪৩১ | ৮ অক্টোবর, ২০২৪

Breaking News

  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২১৮
  বিএনপি কর্মী খুনের মামলায় সাবের হোসেন ৫ দিনের রিমান্ডে
  সামিট গ্রুপের আজিজসহ পরিবারের ১১ সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

খুলনায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে মহানগরী এলাকায় আজ শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক সকাল ৯ টায় কেসিসি পরিচালিত খালিশপুরস্থ কলেজিয়েট গার্লস স্কুলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একটি শিশুকে ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত এ ক্যাম্পেইন অব্যাহত থাকবে।

সিটি মেয়র বলেন, শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় ভিটামিনের গুরুত্ব অপরিসীম। কেননা ভিটামিনের অভাবে শিশুরা রাতকানাসহ নানা ব্যাধিতে আক্রান্ত হয়। শিশুদের এ সব ব্যাধির কবল থেকে মুক্ত রাখতে সরকার নিয়মিত এ ক্যাম্পেইন আয়োজন করে থাকে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশু ছাড়াও মায়েদের স্বাস্থ্য সেবা নিশ্চিতকল্পে মাতৃত্বকালীন ভাতাসহ নানা সুবিধা প্রবর্তন করেছেন। সরকার কর্তৃক গৃহীত কর্মসূচি থেকে একটি শিশুও যেন বাদ না পড়ে সেদিকে লক্ষ্য রাখার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন।

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় নগরীর ৬-১১ মাস বয়সী ১২ হাজার ৬’শ ৩ জন শিশুকে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ৯৭ হাজার ১’শ ৫৩ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কর্মসূচি সফল করতে নগরীর ৩১টি ওয়ার্ডের ৪টি জোনে ১’শ ৯০টি কেন্দ্রে ৬২ জন সুপারভাইজারের তত্ত্বাবধানে ১ হাজার ৪’শ ২০ জন স্বেচ্ছাসেবী নিয়োজিত রয়েছে।

প্রধান অতিথির বক্তৃতাকালে সিটি মেয়র আরো বলেন, এমন একটি সময়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন করছি যখন করোনার মত একটি বৈশ্বিক মহামারী মোকাবেলা করতে হচ্ছে। বৈশ্বিক এ মহামারী থেকে রক্ষা পেতে তিনি মাস্ক ব্যবহারসহ সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি প্রতিপালনের জন্য নগরবাসীর প্রতি আহবান জানান।

কেসিসি’র কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মুন্সী আব্দুল ওয়াদুদ-এর সভাপতিত্বে ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য রক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর মো: মনিরুজ্জামান, কাউন্সিলর মো: সাইফুল ইসলাম, মো: ডালিম হাওলদার, এমডি মাহফুজুর রহমান লিটন, শেখ মোসারাফ হোসেন, সংরক্ষিত আসনের কাউন্সিলর মনিরা আক্তার, সাহিদা বেগম, পারভীন আক্তার, কনিকা সাহা, মাজেদা খাতুন ও রেকসনা কালাম লিলি। অন্যান্যের মধ্যে স্বাস্থ্য বিভাগ খুলনার উপ-পরিচালক ডা. ফেরদৌসি আক্তার, ডেপুটি সিভিল সার্জন ডা. এসএম কামাল হোসেন, ইউনিসেফ-এর নিউট্রিশন অফিসার ডা. শাহানাজ বেগম, কেসিসি’র স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামানসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন কেসিসি’র স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার।

পরে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক নগরীর দেবেন বাবু রোডস্থ টিনার বস্তিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের জন্য গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করেন। দাতা সংস্থা ওব্যাট-কানাডা’র আর্থিক সহায়তায় এ গৃহ নির্মাণ করা হচ্ছে। সিটি মেয়র ফলক উম্মোচন ও মোনাজাতের মধ্য দিয়ে গৃহ নির্মাণের কজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উল্লেখ্য, গত ২০ নভেম্বর দুপুরে আকষ্মিক অগ্নিকান্ডে টিনার বস্তির ৮টি ঘর সম্পূর্ণ ভষ্মিভূত হয়। কেসিসি’র কাউন্সিলর শেখ মো: গাউসুল আজম, আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ কামাল, চ ম মুজিবর রহমান, ওব্যাট-কানাডা’র খুলনাস্থ প্রোজেক্ট অফিসার মো: হুমায়ুন কবীরসহ স্থানীয় গণ্যমন্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। সূত্র: খবর বিজ্ঞপ্তি।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!