খুলনা, বাংলাদেশ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  কিশোরগঞ্জের ভৈরবে বাসা থেকে ২ সন্তানসহ বাবা-মায়ের মরদেহ উদ্ধার
  কুমিল্লায় অটোরিকশায় ট্রেনের ধাক্কায় নিহত বেড়ে ৭

খুলনায় বৃষ্টির জন্য ইস‌তেস্কার নামাজ ও বিশেষ দোয়া

নিজস্ব প্রতিবেদক

খুলনায় বৃষ্টির জন্য সালাতুল ইস‌তেস্কার আদায় করা হয়েছে। বুধবার (১৯ এপ্রিল) সকালে খুলনা মহানগর ইসলামী আন্দোলনের আয়োজনে নগরীর শহিদ হাদিস পার্কে এই নামাজ আদায় করা হয়। নামাজ শেষে বৃষ্টির আশায় বিশেষ মোনাজাত করা হয়।

এতে নগরীর বিভিন্ন এলাকায় আগত মুসল্লিরা অংশ নেন।

নামাজের ইমামতি করেন গোয়ালখালী জামিয়া রশিদিয়া মাদ্রাসার মুহতানীম ও ইসলামী আন্দোলনের নগর সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আউয়াল।

খুদবা ও দোয়া পরিচালনা করেন ফুলবাড়িগেট জামিয়া এমদাদিয়া দিবানৈশ মাদ্রাসার মুহতামীম মাওলানা গোলামুর রহমান।

ইসলামী আন্দোলনের নগর সহসভাপতি মো. নাসির উদ্দীন বলেন, সারাদেশে গরম। খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা হয়েছে। বেশ কিছুদিন ধরে খুলনায় বৃষ্টি নেই। এ জন্য রসুলের সুন্নত ইসতেসকার নামাজ হাদিস পার্কে অনুষ্ঠিত হয়েছে। নামাজের কারণে গরম কমিয়ে বৃষ্টি দান করে এই জন্য আল্লাহর কাছে চাওয়া।

নামাজ শেষে হাফেজ মাওলানা আব্দুল আউয়াল বলেন, মদিনা শরিফের মসজিদুল ওমামায় রাসুলুল্লাহ (সা.) বৃষ্টির জন্য ইসতেসকার নামাজ আদায় করেছিলেন। অস্বাভাবিক গরম থেকে মুক্তির জন্য আমরা ইসতেসকার নামাজ আদায় করেছি। আলাহ যেন তার রহমতের বৃষ্টির ধারা নাজিল করেন। মানুষসহ জীবজন্তু সকলের জীবন ওষ্ঠাগত, কষ্ট পাচ্ছে। রহমতের বৃষ্টি দিয়ে আল্লাহ তাআলা যেন পানাহ দেন সেই জন্য আমরা সালাতুল ইসতেসকার নামাজের আয়োজন করেছি। রমজানের শেষ সময়ে মুক্তির দশকে আল্লাহ আমাদের দোয়া ফেরত দেবেন না, রহম করবেন।

নামাজ শেষে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়। এ সময় মুসল্লিরা অঝরে চোখের জল ছেড়ে দিয়ে তওবা ও ক্ষমা প্রার্থনা করেন। একই সঙ্গে চলমান বৈশ্বিক সংকট থেকে মুক্তির জন্যও দোয়া করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মুফতি আমানুল্লাহ, শেখ মো. নাসির উদ্দিন, মুফতি ইমরান হোসেন, আবু গালিব, মাওলানা দ্বীন ইসলাম, মাওলানা সাইফুল ইসলাম, মোঃ শাহিন হোসেন,  মাওলানা হাফিজুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলনের আবুল কালাম আজাদ, মোঃ ইব্রাহিম খান, ইসলামী যুব আন্দোলনের মোঃ ইমরান হোসেন মিয়া, আব্দুর রশিদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মোঃ মইন উদ্দীন, আবু রায়হান, মাহদী হাসান মুন্না, মোস্তফা আল গালিব, হাবিবুল্লাহ মেজবাহ।

খুলনা গেজেট/এনএম/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!