খুলনার পাইকগাছার গড়ইখালী খেয়াঘাট এলাকা থেকে পাঁচজন চোরাকারবারীকে বিরল প্রজাতির দু’টি তক্ষক জব্দ করেছে কোষ্টগার্ড। গত মঙ্গলবারের এঘটনায় আজ বুধবার (০৭ অক্টোবর) জব্দকৃত তক্ষক দু’টি বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।
কোস্টগার্ড সূত্র জানিয়েছেন, আটককৃতরা হল- খুলনার পাইকগাছার মঠবাটি এলাকার হাকিম মোড়লের ছেলে মোঃ সাইফুল ইসলাম (৩০), একই এলাকার গদাইপুরের বেচুয়া এলাকার রশিদ দপ্তরীর ছেলে জিয়াউল (৩০), পাইকগাছার সাহাবুদ্দিনের ছেলে রুবেল (২৫), পাইকগাছার কাতুলি গ্রামের লিয়াকত আলীর ছেলে রশিদ (২৬) ও মঠবাড়িয়া ইসা বিশ্বাসের ছেলে জয়নাল (৩০)। জব্দকৃত তক্ষক দু’টির আনুমানিক বাজার মূল্য ২ কোটি ১৪ লাখ ৩০ হাজার টাকা।
পরবর্তীতে জব্দকৃত তক্ষক দু’টি পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্বাবধানে পাইকগাছা ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়। আটককৃতদের জরিমানা করে ছেড়ে দেয়া হয়।
খুলনা গেজেট/এআইএন