খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আরও ৬০ দিন বাড়ল সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা
  রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
  দেশে একজনের শরীরে এইচএমপিভি ভাইরাস শনাক্ত : আইইডিসিআর

খুলনায় বিভিন্নস্থানে শান্তি সমাবেশ করবে নগর ও জেলা আ.লীগ

গেজেট ডেস্ক

বিএনপির অগ্নিসন্ত্রাস ও দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ করবে খুলনা মহানগর আওয়ামী লীগ। মহানগরী আওয়ামী লীগ কার্যালয় চত্বরসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। দলীয় কার্যালয় চত্বরে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত হবে। এখানে ২১ ও ২৩নং ওয়ার্ড এবং মহানগরের সকল সহযোগী সংগঠন অংশগ্রহণ করবে। এছাড়া ৩১নং ওয়ার্ড রূপসা ব্রিজ এলাকায়, ৩০ নং ওয়ার্ড রূপসা ট্রাফিক মোড়ে এলাকায়, ২২নং ওয়ার্ড নতুন বাজার মোড়ে, ২৯নং ওয়ার্ড হাজী মহাসিন রোডস্থ টোলের মোড়ে, ২৮নং ওয়ার্ড পিটিআই মোড়ে, ২৭নং ওয়ার্ড সাতরাস্তা মোড়ে, ২৬নং ওয়ার্ড নিরালা মোড়ে, ২৫নং ওয়ার্ড গল্লামারী মোড়ে, ২৪নং ওয়ার্ড ময়লাপোতা মোড়ে, ২০নং ওয়ার্ড স্টার হল মোড়ে, ১৯নং ওয়ার্ড খলিল চেম্বারের মোড়ে, ১৮নং ওয়ার্ড সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডে, ১৭ নং ওয়ার্ড শীববাড়ি মোড় ও নিউমার্কেট এলাকায়, ১৬ নং ওয়ার্ড বয়রা বাজার মোড়ে, ০৯, ১৪ ও ১২ নং ওয়ার্ড বৈকালী মোড়ে, ১৩ ও ১৫ নংওয়ার্ড জোড়াগেট মোড়ে, ৮ ও ১০ নং ওয়ার্ড পিপলস মোড়ে, ১১ নং ওয়ার্ড প্লাটিনাম মোড়ে, ৬ ও ৭ নং ওয়ার্ড নতুন রাস্তা মোড়ে, ৪ ও ৫ নং ওয়ার্ড দৌলতপুর বেবী স্ট্যান্ড মোড়ে, ৩নং ওয়ার্ড রেলিগেট মোড়ে, ১নং ওয়ার্ড মানিকতলা সিএসডি মোড়ে, ৩৩ ও ২নং ওয়ার্ড ফুলবাড়িগেট মোড়ে, ৩৪ ও ৩৫নং ওয়ার্ড শিরোমনি মোড়ে, ৩৬ নং ওয়ার্ড আফিল গেট এলাকা এবং ৩২নং ওয়ার্ড আড়ংঘাটা বাজার এলাকায় শান্তি সমাবেশ করবে।

কেউ এ সকল শান্তি সমাবেশে বাধা দিলে অথবা অগ্নিসংযোগ, ভাঙচুর অথবা কোন যান চলাচলে বাধা দিলে তাকে প্রতিহত করা হবে। একই তাকে ধরে আইন-শৃংখলা বাহিনীর হাতে সোপর্দ করতে হবে। সকাল ৮টা হতে এসকল স্থানে শান্তি সমাবেশ চলতে থাকবে।

অপরদিকে বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যে ভাঙচুর পুলিশ হত্যা ও সাংবাদিকদের উপর হামলা প্রধান বিচারপতির বাস ভবনে হামলা ও ভাংচুরের প্রতিবাদে। দেশব্যাপী উন্নয়ন ও শান্তি সমাবেশ পালন করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী কর্মসূচি অত্যন্ত গুরুত্ব সহকারে পালনের ঘোষণা দিয়েছেন খুলনা জেলা আওয়ামী লীগ। – খবর বিজ্ঞপ্তির




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!