মহানগরীর সোনাডাঙ্গা থানার ২৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ওয়াহেদুজ্জামান খোকন (৪৮) শুক্রবার (৪ ডিসেম্বার) সকাল সোয়া ১০টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ ছেলে রেখে গেছেন।
শুক্রবার বাদ জুম্মা মরহুমের নামাজে জানাজা শেষে বসুপাড়া কবরস্থানে দাফন করা হয়। এসময় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থি ছিলেন। এদিকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকাহ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন, খুলনা মহানগর বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।
এছাড়া যুবদল খানজাহান আলী থানা শাখার সাবেক যুগ্ম সম্পাদক ফয়সাল কবির বাবু মা আনজিরা বেগম বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন। মহানগর যুবদলের নেতৃবৃন্দ এক বিবৃতিতে বিএনপি নেতার মৃত্যুতে এবং যুবদল নেতার মায়ের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। বিবৃতিদাতারা হলেন, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও খুলনা মহানগরীর সভাপতি মাহবুব হাসান পিয়ারু, কাজী নেহিবুল হাসান নেহিম, মেহেদী মাসুদ সেন্টু, আব্দুল আজিজ সুমন, সাইফুল ইসলাম সান্টুসহ মহনগর যুবদলের নেতৃবৃন্দ। খবর বিজ্ঞপ্তি
খুলনা গেজেট/এ হোসেন