দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে খুলনায় বিএনপির সমাবেশ করেছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকাল ৩টায় মহানগরীর কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে বিভাগীয় সদরের এ সমাবেশের আয়োজন করে খুলনা জেলা ও মহানগর বিএনপি।
সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। সমাবেশে প্রধান অতিথি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায়। বিশেষ অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই চন্দ্র রায় ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামন্ডলীর সদস্য মশিউর রহমান।
দলের নেতা কর্মীরাও মিছিল সহকারে সমাবেশ স্থলে আসে।
সড়কে নেতাকর্মীদের অবস্থানের কারণে আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।
এদিকে বিএনপির সমাবেশ ঘিরে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থান নেন তারা।
খুলনা গেজেট/ এস আই