খুলনা, বাংলাদেশ | ১৩ পৌষ, ১৪৩১ | ২৮ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারে বাসের ধাক্কা, নিহত ৫, আহত ১০
  মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ চলছে, ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

খুলনায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, বর্তমান সরকার গণতন্ত্রকে গিলে খেয়েছে। গণতন্ত্র গিলে খেয়ে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করার অপচেষ্টা চালাচ্ছে। এখন গিলে খেতে চাচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব। কিন্তু ভুলেও খেতাব গিলতে যাবেন না, কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব আপনাদের হজম হবে না; গলায় আটকে যাবে বলে মন্তব্য করে করেছেন তিনি।

তিনি বলেন, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে গায়ের জোরে ক্ষমতায় থাকার জন্য ৩০ ডিসেম্বরের ভোট ২৯ তারিখ রাতে ডাকাতি করা হয়েছে। সরকার বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, সেক্টর কমান্ডার, বীরউত্তম জিয়াউর রহমানের খেতাব বাতিলের অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় দলীয় কার্যালয়ের সামনে মহানগর ও জেলা বিএনপির সমাবেশে সভাপতির বক্তব্যে নজরুল ইসলাম মঞ্জু এসব কথা বলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রীয় বীর উত্তম খেতাব বাতিলের সরকারের হটকারী ও অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদে স্বৈরতন্ত্র ও মাফিয়াতন্ত্র পতনের দাবিতে এ কর্মসূচির আয়োজন করে।

তিনি আরও বলেন, আজকে আপনারা দেখছেন বিভিন্ন পৌরসভা, সিটি করপোরেশন নির্বাচনে কিভাবে এই সরকার ভোট ডাকাতি করছে, কিভাবে জাতীয় সংসদ উপনির্বাচনগুলোতে ভোট ডাকাতি করছে। সুতরাং এই সরকারের অধীনে কোনো সুষ্ঠ নির্বাচন হতে পারে না। তাই সুষ্ঠ নির্বাচন পেতে হলে সকল দল ও জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। সকল দলের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি এড. এস এম শফিকুল আলম মনা, নগর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, জেলা সাধারণ সম্পাদক আমির এজাজ খান, মীর কায়সেদ আলী, শেখ মুশাররফ হোসেন, জাফরুল্লাহ খান সাচ্চু, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আবু হোসেন বাবুসহ অনেকে। সভার শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন মাওলানা আব্দুল গফফার ও সভা পরিচালনা করেন আসাদুজ্জামান মুরাদ। সূত্র: খবর বিজ্ঞপ্তি।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!