খুলনা, বাংলাদেশ | ২৭ আশ্বিন, ১৪৩১ | ১২ অক্টোবর, ২০২৪

Breaking News

  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯১৫
  ময়মনসিংহে ভিমরুলের কামড়ে বাবা-মেয়ের মৃত্যু
  এমন রাষ্ট্র গঠন করতে চাই যা নিয়ে দুনিয়ার সামনে গর্ব করা যায়, ঢাকেশ্বরী মন্দিরে শুভেচ্ছা বিনিময় শেষে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
  আজ মধ্যরাত থেকে ইলিশ ধরা-বিপণনে ২২ দিনের নিষেধাজ্ঞা

খুলনায় বিএনপির গণ অবস্থান কর্মসূচি সোনালী ব্যাংক চত্ত্বরে

নিজস্ব প্রতিবেদক

আগামী ১১ জানুয়ারি খুলনা ডাকবাংলো সোনালী ব্যাংক চত্ত্বরে বিভাগীয় গণ অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। আজ শনিবার (৭ জানুয়ারি) বেলা ১১টায় বিএনপি কার্যালয়ে খুলনা বিভাগীয় গণ অবস্থান কর্মসূচি সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় সভাপতির বক্তব্যে খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেন, আগামীতে এক দফা আন্দোলনের জন্য দলের সকল স্তরের নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে। আওয়ামী সরকারের দুর্নীতি, লুটপাট ও দুঃশাসনে সারাদেশের মানুষ আজ অতিষ্ঠ। দেশের জনগণ এ জুলুমবাজ আওয়ামী সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। সারাদেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। ইনশাআল্লাহ আন্দোলনের মাধ্যমেই আওয়ামী দুঃশাসনের বিদায় হবে।

তিনি আরও বলেন, যে কোন অবস্থাতেই আগামী ১১ জানুয়ারির গণ অবস্থান কর্মসূচি সফল করতে হবে। এ জন্য দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে প্রস্তুত থাকতে হবে। সারাদেশের মানুষের কল্যানের জন্য বিএনপি রাষ্ট্র মেরামতের জন্য ২৭ দফা আর আন্দোলনের জন্য ১০দফা কর্মসূচি দিয়েছে, দলের নেতাকর্মীদের প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে এ কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। এই সরকারের আমলে গণতান্ত্রিক ও মানবাধিকারসহ জনগণের সকল ধরণের অধিকার হরণ করা হয়েছে। শুধু দুর্নীতি ও লুটপাট নয়, এ সরকারের আমলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বও হুমকির মুখে। তারা এখন দেশ বিক্রি করে খাচ্ছে। তারা পুনরায় ক্ষমতায় আসলে দেশের স্বার্থ বিক্রী করে দিয়ে সার্বভৌমত্ব বিনষ্ট করবে।

প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু, স ম আব্দুর রহমান, খান জুলফিকার আলী জুলু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, মো. রকিব মল্লিক, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, আশরাফুল আলম খান নান্নু, এনামুল হক সজল, আব্দুর রাজ্জাক, হাফিজুর রহমান মনি, আশফাকুর রহমান কাকন, বেগ তানভীরুল আজম, কে এম হুমায়ুন কবির, খায়রুল ইসলাম খান জনি, মুর্শিদ কামাল, এড. তৌহিদুর রহমান তুষার, নাজির উদ্দিন নান্নু, শেখ ইমাম হোসেন, শাহিনুল ইসলাম পাখি, হাবিবুর রহমান বিশ্বাস, রুবায়েত হোসেন বাবু, অসীত কুমার সাহা, আনসার আলী, আব্দুস সালাম, আব্দুর রহমান ডিনো, তারিকুল ইসলাম, খন্দকার শাহিনুল ইসলাম নিক, মিজানুর রহমান মিলটন, আলী আক্কাস, শেখ ফারুক হোসেন, মজিবুর রহমান, শাকিল আহমেদ দিলু, ইলিয়াস হোসেন মল্লিক, খন্দকার ফারুক হোসেন, সরদার আব্দুল মালেক, রাহাত আলী লাচ্চু, শামসুল বারি পান্না, শফিকুল ইসলাম শফি, সাইফুর রহমান মোল্লা, শফিকুল ইসলাম শাহিন, আতাউর রহমান রুনু, ইঞ্জি. নুরুল ইসলাম বাচ্চু, আব্দুল মান্নান মিস্ত্রি, তাজিম বিশ্বাস, সেতারা খাতুন, কাজি আব্দুল লতিফ, জহর মীর, আসাদুজ্জামান আসাদ, সিরাজুল ইসলাম লিটন, শফিকুল ইসলাম জলি, শফিকুল আমিন লাভলু, এমদাদ হোসেন, শাহ মো. জালাল, মাজেদুল হক, শেখ জাকির হোসেন, শেখ আব্দুল আলিম, আফরোজা জামান, কাজী একরাম মিন্টু, শেখ হাবিবুর রহমান, শেখ আরশাদ আলী, মো. বাবু মোড়ল, মাহবুবুল আলম প্রমূখ।

সভা থেকে গণতান্ত্রিক শান্তিপূর্ণ কর্মসূচি সফল করতে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি সহায়তা করার আহবান জানানো হয়। সভা থেকে গণ অবস্থান কর্মসূচি সফল করতে ১১টি উপ কমিটি গঠন করা হয়।

৭, ৮ এবং ৯ জানুয়ারির মধ্যে সকল থানা, উপজেলা, পৌরসভা, ওয়ার্ড, অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা করার নির্দেশ প্রদান করা হয়।

সভা থেকে গায়েবী মামলা কারাবন্দি যুবনেতা ইয়াকুব পাটোয়ারীর নবজাতক সন্তানের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

সভা থেকে সাদা পোষাকে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হয়রানি করা থেকে বিরত থাকার আহবান জানানো হয়।

খুলনা গেজেট/ বিএমএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!