খুলনা, বাংলাদেশ | ২৫ আশ্বিন, ১৪৩১ | ১০ অক্টোবর, ২০২৪

Breaking News

  রিসেট বাটন বলতে ৭১ এর গর্বিত ইতিহাস নয় দূর্নীতিগ্রস্থ রাজনীতি মুছে নতুন সূচনার কথা বলেছেন ড. ইউনূস : প্রেস উইং
  পিরোজপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে শিশুসহ ৮ জন নিহত

খুলনায় বিআইপিএসডিআই’র সনদ বিতরণ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ-ইন্ডিয়া প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (বিআইপিএসডিআই) এর উদ্যোগে আজ মঙ্গলবার দুপুর ১২ টায় খুলনা মহানগরীর খালিশপুর কদমতলাস্থ আইডিইবি মিলনায়তনে বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের সমাপনী বর্ষের শিক্ষার্থীদের ৩ মাস ব্যাপী ‘ইন্ডাস্ট্রিয়াল এ্যাটাচমেন্ট ট্রেনিং’ সমাপ্ত হওয়ায় তাদের মাঝে আনুষ্ঠানিকভাবে সনদ বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আবদুল খালেক এবং গেষ্ট অফ অনার ছিলেন ইন্ডিয়ান হাই কমিশনের সহকারি হাই কমিশনার মি: রাজেস কুমার রায়না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইডিইবি’র কেন্দ্রীয় প্রেসিডেন্ট ইঞ্জি. একেএমএ হামিদ, খুলনা মহিলা পলিটেকনিকের অধ্যক্ষ কাজী নেয়ামুল শাহীন, আইডিইবি’র কেন্দ্রীয় শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জি. মো: ইদ্রিস আলী।

বিআইপিএসডিআই’র পরিচালনা পরিষদের আহবায়ক আলহাজ্ব ইঞ্জি. লুৎফর রহমানের সভাপতিত্বে আইডিইবি’র কেন্দ্রীয় নেতা আলহাজ্ব ইঞ্জি. রুহুল আমিন হাওলাদারের সঞ্চালনায় আনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন বিআইপিএসডিআই’র সদস্য সচিব ইঞ্জি. মো: শহীদুল ইসলাম। আইডিইবি ও বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের কেন্দ্রীয় নেতা প্রকৌ: মাহাবুবুর রহমান শামীমের তত্ত্বাবধানে আনুষ্ঠানে ধন্যবাদজ্ঞাপন করেন আইডিইবি’র খুলনা জেলার সভাপতি ইঞ্জি. শেখ মোহাম্মদ হোসেন।

আনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের কেন্দ্রীয় নেতা ইঞ্জি. শেখ রফিকুল ইসলাম তাপস, হোপ পলিটেকনিকের অধ্যক্ষ ইঞ্জি. বিভাস কান্তি মন্ডল, নর্দান পলিটেকনিকের অধ্যক্ষ ইঞ্জি. আবদুর রশিদ, ইউনিক পলিটেকনিকের অধ্যক্ষ নাজমুল ইসলাম, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ খুলনা জেলার প্রেসিডেন্ট ইঞ্জি. গৌতম মজুমদার ও সেক্রেটারি ইঞ্জি. নাজমুল হুদা , আইডিইবি নেতা ইঞ্জি. নাজমুল কবির, ইঞ্জি. কাজী এনায়েত হোসেন, ইঞ্জি. ইব্রাহিম আলম রুবেল, বিভিন্ন সার্ভিস এ্যাসোসিয়েশন ও বাকাছাপ’র নেতৃবৃন্দ, বিআইপিএসডিআই’র প্রশিক্ষক- প্রশিক্ষণার্থীবৃন্দ ও বিপুল সংখ্যক সদস্য প্রকৌশলীবৃন্দ।

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!