খুলনার সিপিবি কার্যালয়ে অনুষ্ঠিত বাম গণতান্ত্রিক জোটের আঞ্চলিক প্রতিনিধি সভায় বক্তারা গত ২০ সেপ্টেম্বর ইউপি নির্বাচনে মানুষের ভোট অধিকার হরণ করায় তীব্র নিন্দা করেছেন।
বক্তারা বলেছেন, সরকারি দলের কর্মীরা প্রার্থীদের ঘেরাও ও ভোটারদের কেন্দ্রে না আসতে দিয়ে গণতান্ত্রিক মূল্যবোধকে নষ্ট করেছে। ভোটাধিকার ফিরিয়ে দেয়ার লক্ষে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয়। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) প্রতিনিধি সভায় বক্তারা এ আহ্বান জানান।
বাম গণতান্ত্রিক জোটের খুলনা, যশোর, বাগেরহাট, সাতক্ষীরা ও নড়াইল জেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন জোটের খুলনার সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল। আলোচনায় অংশ নেন বাসদের কেন্দ্রী সদস্য বজলুর রশীদ ফিরোজ, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) এর সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, সিপিবি’র কেন্দ্রীয় প্রেসিডিয়ামের সদস্য কাফি রতন, বাসদের (মার্কসবাদী) কেন্দ্রীয় সদস্য মানস নন্দী, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদক মন্ডলীর সদস্য রনজিৎ চট্টপধ্যায়, সিপিবি’র খুলনা জেলা সভাপতি ডা: মনোজ দাস, একই সংগঠনের ফারুক হাসান, ইউনাইটেড কমিউনিস্ট লীগের মাসুদুর রহমান, বাসদের আজাদ রহমান, জনার্দ্দন দত্ত নান্টু, সিপিবি’র এস এ রশিদ প্রমুখ।
সভায় বক্তারা গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষে ঐক্যবদ্ধ গণ-আন্দোলন ছাড়া বিকল্প কোন পথ নেই বলে উল্লেখ করেন। ইউপি নির্বাচনের উদাহরণ টেনে বলেন, মানুষের রায় ছাড়া প্রার্থীরা জিতেছে। গণতন্ত্র সম্পূর্ণভাবে পরাজিত হয়েছে। সরকারের দুর্নীতি ও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। মানুষ ভোটাধিকার না পেলে স্বাধীনতার চেতনা ভু-লণ্ঠিত হবে। বাম নেতৃবৃন্দ বিদ্যুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উর্ধ্বগতি রোধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
খুলনা গেজেট/এনএম