খুলনা, বাংলাদেশ | ২৫ ফাল্গুন, ১৪৩১ | ১০ মার্চ, ২০২৫

Breaking News

  ময়মনসিংহের ফুলপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
  মাগুরায় আলোচিত শিশু ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত হিটু শেখের ৭ দিন এবং বাকি ৩ আসামির ৫ দিন করে রিমান্ড মঞ্জুর
  রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় দুই পোশাক শ্রমিক নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ

খুলনায় ফ্যাক্ট চেকিং বিষয়ে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা

নিজস্ব প্রতিবেদক

খুলনায় ফ্যাক্ট চেকিং বিষয়ে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সিসিডি বাংলাদেশের আয়োজনে এবং ইন্টার নিউজের সহযোগীতায় নগরীর ময়লাপোতা মোড়ে অ্যাওসেড কার্যালয়ে শুক্রবার দিন ব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ কর্মশালায় স্থানীয়, জাতীয় দৈনিক, অনলাইন পোর্টাল এবং বেসরকারি টেলিভিশন চ্যানেলের ১০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। কর্মশালায় অংশ নেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের খুলনা প্রতিবেদক এএইচএম শামীমুজ্জামান, দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার নিজস্ব প্রতিবেদক এইচ এম আলাউদ্দিন, ঢাকাপোস্ট এর খুলনা নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ মিলন, দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার খুলনা জেলা প্রতিনিধি হাসানুর রহমান তানজির, সময় টেলিভিশনের প্রতিবেদক মোঃ বেল্লাল হোসেন সজল, খুলনা গেজেট এর নিজস্ব প্রতিবেদক একরামুল হোসেন লিপু, দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিনের ফটো সাংবাদিক শাহানা পারভীন শিল্পী, মধুমতি নিউজের নিজস্ব প্রতিবেদক প্রিয়া আক্তার, দৈনিক জন্মভূমি পত্রিকার নিজস্ব প্রতিবেদক এম সাইফুল ইসলাম এবং দৈনিক বাংলার খুলনা ব্যুরো প্রধান আওয়াল শেখ।

এ সময় ফ্যাক্ট চেকিং বিষয়ে নানা দিকনির্দেশনা প্রদান করেন মাছরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আবু হেনা মোস্তফা জামাল পপলু, প্রথম আলো’র খুলনা ব্যুরো প্রধান শেখ আল এহসান এবং অনলাইন পোর্টাল খুলনা গেজেট এর নিজস্ব প্রতিবেদক নিপা মোনালিসা।

অভিজ্ঞতা বিনিময় কর্মশালায় ফ্যাক্ট চেকিং কি, ফ্যাক্ট চেকিং কেন প্রয়োজন, কিভাবে ফ্যাক্ট চেকিং করতে হয়, ছবি ভিডিও, তথ্য যাচাই প্রক্রিয়া, ভুল তথ্য, মিথ্যা তথ্য, গুজব, কোন সংবাদের ক্ষেত্রে ফ্যাক্ট চেক করতে হবে এবং যাচাই করার রিপোর্ট কিভাবে উপস্থাপন করতে হবে এসব বিষয়ে আলোচনা করা হয়। কর্মশালায় সকল অংশগ্রহণকারী স্বতঃস্ফুর্তভাবে ফ্যাক্ট চেকিংয়ের ওপর নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!