পেঁয়াজের বাজার দর তদারকিকালে খুলনা নগরীতে ছয়টি প্রতিষ্ঠানকে আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা বিভাগ ও জেলা কার্যালয়ের কর্মকর্তারা পৃথকভাবে এ অভিযান পরিচালনা করেন।
জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম জানিয়েছেন, নগরীর বিভিন্ন বাজার তদারকি করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘন করায় চারটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ট্রাক স্ট্যান্ড পেঁয়াজের পাইকারি বাজারে তদারকি করে মূল্য তালিকায় ক্রয় রশিদের সাথে গড়মিল থাকায় একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। একই সাথে ক্রয় রশিদ যাচাই করাসহ ক্রেতাদের প্রয়োজনের অতিরিক্ত না কেনার জন্য মাইকিং করে সচেতন করা হয়।
বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান জানিয়েছেন, নগরীর বয়রা বাজার, সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড এবং ট্রাক স্ট্যান্ড পাইকারি বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিশেষ করে চাল, আটা ও পেঁয়াজের পাইকারি ও খুচরা মূল্য তদারকি করা হয়। এসময় ভোক্তা অধিকার বিরোধী অভিযোগে দু’টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
খুলনা গেজেট/এআইএন