খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত
  মিরপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৭
  সাবেক প্রধান বিচারপতির মৃত্যুতে আজ সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ
  সিইসিসহ নতুন নির্বাচন কমিশনারদের শপথ আজ

 খুলনায় নানা আয়োজনে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

 নিজস্ব প্রতিবেদক

খুলনায় নানা আয়োজনে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২৩ জুন) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।

সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক। সভায় বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, মহিলা বিষয়ক সম্পাদক এ্যাড. অলোকা নন্দা দাস, সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা, মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোতালেব হোসেন, মহানগর যুবলীগের সভাপতি মো. সফিকুর রহমান পলাশ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল।

আলোচনা সভায় এস এম কামাল হোসেন বলেছেন, জন্মলগ্ন থেকেই আওয়ামী লীগের চলার পথ মসৃণ ছিল না, ছিল কন্টকাকীর্ণ। কন্টকাকীর্ণ পথ ধরেই আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছিলো। এনে দিয়েছিলো বাঙালির সাহিত্য ও সাংস্কৃতিক মুক্তি। আর সেই মুক্তির প্রবক্তা ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালি এই স্বতন্ত্র দেশ, স্বাধীন সার্বভৌম বাংলা আর অর্থনৈতিক মুক্তিদাতা বঙ্গবন্ধুকে হত্যা করেছিলে পাকিস্তানের চর জিয়া। পরবর্তীতে বাঙালির অভিভাবক শেখ হাসিনা বাঙালির অধিকার ফিরিয়ে আনতে জীবন বাজি রেখে মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, বিএনপি অপপ্রচার করে সরকার ও দেশের ভাবমূর্তি নষ্ট করছে। অথচ তারেক জিয়া ২২ হাজার কোটি লুট করে নিয়েছে। তার হিসাব দিতে হবে। বাংলাদেশে যারা শেখ হাসিনা পথকে কন্টকাকীর্ণ করতে চায় তাদের মাঠে নামতে দেয়া হবে না। সেজন্য দেশের সাধারণ মানুষের কাছে গিয়ে তাদেরকে বুঝাতে হবে নৌকায় ভোট দিয়ে ৫ম বারের মতো প্রধানমন্ত্রী করতে হবে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপিকে বাংলাদেশে আর ২০১৪ সাল সৃষ্টি করতে দেয়া হবে না। আমরা শেখ হাসিনার নেতৃত্বে জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠা করবো। এ গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি বাঁধা দিলে তাদেরকে ঘর থেকে বের হতে দেয়া হবে না। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে।

মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় এসময়ে উপস্থিত ছিলেন মল্লিক আবিদ হোসেন কবীর, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, শেখ মো. ফারুক আহমেদ, শেখ মো. আনোয়ার হোসেন, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, প্যানেল মেয়র আলী আকবর টিপু, শেখ মো. ফারুক হাসান হিটলু, শেখ মো. জাহাঙ্গীর আলম, কামরুল ইসলাম বাবলু, হাফেজ মো. শামীম, মো. মফিদুল ইসলাম টুটুল, শেখ নুর মোহাম্মদ, বাগেরহাট জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ তালুকদার আব্দুল বাকী, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, এস এম আকিল উদ্দিন, আব্দুল হাই পলাশ, বাবুল সরদার বাদল, ফেরদৌস হোসেন লাবু, এ্যাড. ফারুক হোসেন, শেখ আবিদ উল্লাহ, শেখ জাহিদ হোসেন, মো. নুর ইসলাম, এ্যাড. মোস্তাফিজুর রহমান, মো. আজম খান, সরদার আব্দুল হালিম, শেখ হাসান ইফতেখার চালু, মো. জাকির হোসেন, মো. ফয়েজুল ইসলাম টিটো, মো. নজরুল ইসলাম তালুকদার, মো. ইউসুফ আলী খান, মুন্সি মো. সেলিম আহমেদ, মো. শিহাব উদ্দিন, মীর মো. লিটন, রনজিত কুমার ঘোষ, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিঃ আব্দুল জব্বার, এম এ নাসিম, অধ্যা. এ বি এম আদেল মুকুল, এ্যাড. শামীম আহমেদ পলাশ, শেখ নজিবুল ইসলাম নজিব, মীর বরকত আলী, এ্যাড. রাবেয়া ওয়ালী করবী, সুলতানা রহমান রানী, নূরিনা রহমান বিউটি, নুর জাহান রুমি, সমীর কৃষ্ণ হীরা, এ্যাড. আব্দুল লতিফ, এমরানুল হক বাবু, এ্যাড. এনামুল হক, আকবর আলী মাতুব্বর, আব্দুর রহিম বাবু, আওয়াল হোসেন ছোটন, গোপাল চন্দ্র সাহা, কাউন্সিলর মেমরী সুফিয়া রহমান শুনুু, কাউন্সিরর মাহফুজুর রহমান লিটন, কাউন্সিলর মাহমুদা বেগম, কাউন্সিলর কণিকা সাহা, কাউন্সিলর মনিরা আক্তার, কাউন্সিলর জিয়াউল আহসান টিটু, কাউন্সিলর জাকির হোসেন বিপ্লব, কাউন্সিলর ইমরুল হোসেন, কাউন্সিলর এ্যাড. জেসমিন পারভীন জলি, কাউন্সিলর খাদিজা সুলতান সোনালী, কাউন্সিলর রাফিজা আক্তার মিরা, জেসমিন সুলতানা শম্পা, আওয়াল হোসেন ছোটন, শাকিল আহমেদ, রেজওয়ানা প্রধান, রেখা খানম, নাছরিন ইসলাম তন্দ্রা, বিপ্লব সাহা লব, জিলহজ্ব হাওলাদার, মো. আমিরুল ইসলাম বাবু, সোহেল বিশ্বাস, ইখতিয়ার উদ্দিন মোল্লা, জহির আব্বাস, বায়েজিদ সিনাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও কেক কাটা হয়। দোয়া পরিচালনা করেন মহানগর শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক হাফেজ আব্দুর রহীম খান।

এর আগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে আলোক সজ্জ্বা এবং সকাল ৭টায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। – খবর বিজ্ঞপ্তির।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!