খুলনা, বাংলাদেশ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ নভেম্বর, ২০২৪

Breaking News

  অ্যান্টিগা টেস্ট: প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজ তুলল ২৫০, বাংলাদেশ পেল ৫ উইকেট

খুলনায় নতুন পাঠ্যপুস্তক পাচ্ছে ৫ লাখ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

বছরের প্রথম দিনের নতুন বইয়ের ঘ্রাণে মাতলো খুলনার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা। সোমবার (০১ জানুয়ারি) সকালে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে এসব বই তুলে দেওয়া হয়। খুলনা জেলার এ বছর মাধ্যমিক ও ইবতেদায়ি স্তরের পাঁচশত ৪৫টি স্কুলের প্রায় দুই লাখ ৬০ হাজার নয়শত ৬৩ শিক্ষার্থীর মাঝে ৩০ লাখ ৮৬ হাজার ছয়শত ৪৫টি নতুন বই প্রদান করা হচ্ছে। এছাড়া প্রাথমিক স্তরের এক হাজার পাঁচশত ৭৬টি বিদ্যালয়ের দুই লাখ ১৪ হাজার একশত ৩১ জন শিক্ষার্থী পাচ্ছে ১০ লাখ ১৬ হাজার ছয়শত ৩৭টি নতুন বই ।আর প্রাক-প্রাথমিক স্তরের এক হাজার পাঁচশত ৬৮টি বিদ্যালয়ের ৩৯ হাজার সাতশত ৩৫ জন শিক্ষার্থী পাচ্ছে নতুন বই।

নতুন বইয়ের ঘ্রাণে মাতলো

প্রাথমিক ও মাধ্যমিক পড়ুয়ারা

সকালে খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজ প্রাঙ্গণে পাঠ্যপুস্তক উৎসবের নতুন বই বিতরণ, বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ এবং মেধা পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ তৌহিদুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এসময় উপস্থিত ছিলেন কলেজের পরিচালনা পরিষদের সদস্য এ্যাডভোকেট জেসমিন পারভীন জলি, অভিভাবক সদস্য ডাঃ মোয়াজ্জেম হোসেন, মোঃ শহিদুল ইসলাম প্রমুখ। এর আগে মেয়র রূপসা মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর মাঝে বই বিতরণ করেন।

খুলনা সিটি  মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, বই উৎসব একটি সুন্দর ও মহৎ উদ্যোগ। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নতি হয়েছে। শিক্ষা ছাড়া সমৃদ্ধ জাতি বিনির্মাণ সম্ভব নয়। সবার জন্য শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে দেশে বছরের প্রথম দিনে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে ২০১০ সাল থেকে এ পর্যন্ত বিনামূল্যে নতুন পাঠ্যবই বিতরণ করে আসছে বর্তমান সরকার।

অপরদিকে খুলনা জেলা পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে বছরের প্রথম দিনে বিনামূল্যে নতুন পাঠ্যপুস্তক বিতরণ উৎসব সোমবার সকালে জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপপরিচালক খোঃ রুহুল আমিন। এতে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার ফারহানা নাজ।

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দেন। খুলনা জেলা পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে বছরের প্রথম দিনে বিনামূল্যে নতুন পাঠ্যপুস্তক বিতরণ উৎসব আজ (সোমবার) সকালে জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!