জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনায় অভিযান চালিয়ে নোংরা পরিবেশে চানাচুর তৈরি ও অতিরিক্তমূল্যে টিস্যু বিক্রির অভিযোগে দু’টি প্রতিষ্ঠানকে ১২ টাকা জরিমানা করেছে। রোববার সকাল থেকে দুপুর ১ টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় নিরালা এলাকায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরি ও সংরক্ষণ করায় সুন্দরবন চানাচুরকে ১০ হাজার টাকা ও ২৮ টাকার টিস্যু ৩০ টাকায় বিক্রির অভিযোগে ফুডপান্ডাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অভিযুক্তদের কাছে থেকে মোট ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তাছাড়া অভিযোগকারীকে আদায়কৃত অর্থ থেকে ৫০০ টাকা প্রদান করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। তিনি বলেন, নোংরা পরিবেশে চানাচুর তৈরি ও টিস্যু পেপার অতিরিক্ত দামে বিক্রি করায় দু’প্রতিষ্ঠানের কাছ থেকে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আরও জানান।
অভিযানে সহায়তা করেছে এপিবিএন সদস্য ও ক্যাবের প্রতিনিধিরা। এ সময়ে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য লিফলেট বিতরণ করা হয়।