খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  সাবেক আইজিপি মামুনের ফের ৩ দিনের রিমান্ড
  অ্যান্টিগা টেস্ট: তৃতীয় দিন শেষে বাংলাদেশ ২৬৯/৯, পিছিয়ে ১৮১ রানে

খুলনায় তিনটি প্রতিষ্ঠানকে অর্থদন্ড

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগরীতে অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে ১১ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভোক্তা অধিদপ্তর। বুধবার (১৫ জুলাই) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমে নেতৃত্বে এ অভিয়ান পারিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম জানান,  আজ সদর থানার দোলখোলা বাজারে নোংরা পরিবেশ থাকায় নিউ সজিব সেমাইকে ৫ হাজার টাকা মূল্য তালিকা না থাকায় বিসমিল্লাহ সুইটসকে ১ হাজার টাকা এবং রূপসা স্ট্যান্ড রোডে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখায় বাদশা মেডিকেল হলকে ৫ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়। সহযোগিতা করেন ৩, এপিবিএন ও ক্যাব প্রতিনিধি খুলনা। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!