খুলনা, বাংলাদেশ | ৫ মাঘ, ১৪৩১ | ১৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  মারা গেলেন কাজী নজরুল ইসলামের নাতি বাবুল
  রাজনৈতিক দলগুলো কম সংস্কার চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন : প্রেস সচিব

খুলনায় ডিজিটাল ট্রাফিক সাইন সিগন্যাল স্থাপনসহ ৫ দাবি নিসচার

নিজস্ব প্রতি‌বেদক

খুলনায় ডিজিটাল ট্রাফিক সাইন সিগন্যাল স্থাপনসহ ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ আগস্ট) দুপুরে খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ৫ দফা বাস্তবায়নের দাবি জানায় নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) খুলনা মহানগর শাখা।

৫ দফা দাবি সমূহ বলেন, নগরীর সকল সড়কে ডিজিটাল ট্রাফিক সাইন সিগন্যাল স্থাপন। ফুটপাত দখল মুক্তকরণ। সড়কে ইট-বালু ব্যবসা বন্ধ করতে হবে। রিক্সা-ইজিবাইক চালকদের ট্রাফিক প্রশিক্ষণ এর ব্যবস্থা করতে হবে। অবৈধ ইজিবাইক, লাইসেন্স বিহীন থ্রি-হুইলার, মাহেন্দা, টলি, এবং ইঞ্জিন চালিত রিক্সা বন্ধ করতে হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিসচার উপদেষ্টামন্ডলীর সদস্য খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট সাইফুল ইসলাম।

এ সময় তিনি বলেন, ট্রাফিক সাইন, রাস্তায় গাড়ি চালানোর ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে দেশের তৃতীয় বৃহৎ নগরী খুলনার সড়কে ট্রাফিক সাইন নেই। অথচ সড়ক দুর্ঘটনারোধে এটি একটি কার্যকর ব্যবস্থা। বর্তমান সরকার সারাদেশে বিভিন্ন ধরনের ডিজিটাল কার্যক্রম পরিচালনা করছে এবং এর সুফল জনগণ পাচ্ছে। সড়ক পরিবহন আইন ২০১৮ মহান জাতীয় সংসদে পাশ হয়েছে। এই আইন যথাযথভাবে প্রয়োগ করার আগে খুলনা নগরীতে ট্রাফিক সাইন সিগন্যাল স্থাপন অত্যান্ত জরুরী। এটি বাস্তবায়ন হলে জনগণ ট্রাফিক আইন মান্য করার সুযোগ পাবে। নগরীতে ট্রাফিক সাইন-সিগন্যাল স্থাপন না করে সড়ক দুর্ঘটনারোধে স্পীড ব্রেকারের নগরীতে পরিনত করা হয়েছে। অপরদিকে সড়ক ও জনপথের অপরিকল্পিত কার্মকান্ডে দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে। রুপসা ব্রীজ পাইপাস সড়কে তারা মানুষের চলাচলের পথ বন্ধ করে সড়ক দুর্ঘটনারোধ করার অপচেষ্টা করা হয়েছে। এবং স্পীড ব্রেকার নির্মাণ করা হয়েছে। একটি মহাসড়কে যা কোন ভাবেই কাম্য নয়। তাদের এ সকল কর্মকান্ড জনদুর্ভোগের কারন। একই সাথে সওজ নগরীর শের-এ বাংলা রোডের নির্মাণ কাজও শেষ করতে পারেনি। দীর্ঘ একযুগেও রূপসা-শিপইয়ার্ড সড়ক সংষ্কার করতে পারেনি কেডিএ। নগরবাসী এসকল ভোগান্তি থেকে মক্তি চায়।

এ্যাডভোকেট সাইফুল ইসলাম আরও বলেন, খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) এবং খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) উদ্যোগ গ্রহন করলে এটি দ্রুত বাস্তবায়ন সম্ভব। রিক্সা-ইজিবাইক চালকদের ট্রাফিক প্রশিক্ষণের ব্যবস্থা কেসিসি এবং কেএমপি’র ট্রাফিক বিভাগের সমন্বয়নে নিসচা এবং গ্রাস রুটস্ অর্গানাইজেশন ফর টেকনোলজিক্যাল ইনিশিয়েটিভ বাস্তবায়ন করতে ইচ্ছুক। খুলনায় সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে ট্রাফিক ব্যবস্থাপনা এবং ট্রাফিক আইন-কানুন মেনে চলা গুরুত্ত্বপূর্ণ।

অবিলম্বে খুলনা মহানগরীতে ডিজিটাল ট্রাফিক সাইন সিগন্যাল স্থাপনসহ ৫ দফা বাস্তবায়ন করা হোক এ দাবী খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ও খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মাসুদুর রহমান ভূঞার নিকট অনুরোধ জানাচ্ছি।

নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) খুলনা মহানগর শাখার সভাপতি এস এম ইকবাল হোসেন বিপ্লবের সভাপতিত্বে ও খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্নার সঞ্চালনায় বক্তব্য রাখেন নিসচার উপদেষ্টা মন্ডলীর সদস্য খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল সিংহ রায়, ওয়ার্কার্স পার্টির খুলনা মহানগর সভাপতি শেখ মফিদুল ইসলাম, নগরিক সমাজের সদস্য সচিব বাবুল হাওলাদার, গণসংহতি আন্দোলনের জেলা আহবায়ক মুনীর চৌধুরী সোহেল, নিসচার সহ-সভাপতি শেখ মো: নাসিরউদ্দিন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, নিসচার সহ-সাধারণ সম্পাদক মো: রকিবউদ্দিন ফারাজী, সাংগঠনিক সম্পাদক ফারহানা চৌধুরী কনিকা, মহিলা সম্পাদক শিরিনা পারভীন, কার্য্যনির্বাহী সদস্য মো: আবু মুছা, মো: শামীম হোসেন, মাহমুদা আক্তার লিজা, তানিয়া সুলতানা, কামাল হোসেন, মফিজ আহমেদ মজুমদার প্রমুখ।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!