খুলনা জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ আদল ও কয়রা উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক সাব্বির আলম বাবু আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে বিএনপি।
খুলনা জেলা বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন দাবি করে বলা হয়, মঙ্গলবার (৩১ অক্টোবর) আনুমানিক ভোর সাড়ে ৫টার দিকে নগরীর নিরালা আবাসিক এলাকার ভাড়া বাসা থেকে ডিবি পুলিশ পরিচয়ে তাদের তুলে নিয়ে যায়। এসময়ে বাসার মূল্যবান জিনিসপত্র ভাঙচুর করেছে তারা। বিকেল ৪টার পর্যন্ত তাদের কোন সন্ধান জানাতে পারেনি পুলিশ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিনাওয়ারেন্টে বাসা থেকে নিরীহ ছাত্রদল নেতাদের এভাবে তুলে নেয়া পুলিশের নতুন চরিত্র নয়। অবিলম্বে পুলিশী হয়রানি বন্ধ করে আটককৃত ছাত্রদল নেতা ফিরোজ আহমেদ আদল ও সাব্বির আলম বাবুর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন খুলনা জেলা বিএনপি’র নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন বিএনপি’র কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ¦ রকিবুল ইসলাম বকুল, জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান ও জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী প্রমুখ।
তবে নগর গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা জানান, এই নামে কেউ আটক বা তুলে নেওয়া সম্পর্কে তারা কিছু জানেন না।