খুলনা, বাংলাদেশ | ১২ পৌষ, ১৪৩১ | ২৭ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  জাহাজে ৭ খুনে জড়িতদের বিচার দাবিতে সারাদেশে নৌযান শ্রমিকদের লাগাতার কর্মবিরতি শুরু
  মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং

খুলনায় করোনা ও উপসর্গে ২৪ ঘন্টায় কলেজ ছাত্রসহ চার জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

খুলনায় করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় কলেজ ছাত্রসহ আরও চার জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন করোনা আক্রান্ত ও তিন জন উপসর্গ নিয়ে মারা গেছেন। মঙ্গলবার (১১ আগস্ট) খুমেক হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে ও খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে তাদের মৃত্যু হয়।

খুলনা করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. শেখ ফরিদ উদ্দিন আহমেদ জানান, মঙ্গলবার (১১ আগষ্ট) রাত পৌনে ৯টায় করোনা উপসর্গ নিয়ে মুজাহিদ শেখ (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়। মুজাহিদ নগরীর লবনচরা থানাধীন পুটিমারী এলাকার আমিরুল ইসলাম এর পুত্র। তাকে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় খুলনা মেডিকেল কলেজের করোনা সাসপেকটেড আইসোলেশন সেন্টারে ভর্তি হয়। মঙ্গলবার (১১ আগষ্ট) সকাল ১১টায় করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয় সালেহা বেগম (৩৮) নামে এক গৃহবধুর। তিনি ফরিদপুর জেলার নগর কান্দা থানার বাসিন্দা আব্দুল কুদ্দুস এর স্ত্রী। করোনা উপসর্গ নিয়ে গত ১০ আগস্ট সোমবার তাকে খুমেকে ভর্তি করা হয়।

এর আগে সোমবার (১০ আগস্ট) রাত ১২টায় পাইকগাছা উপজেলার রহিমপুরের বাসিন্দা আব্দুর রউফ এর কন্যা শাবানা (৩৫) এর মৃত্যু হয় করোনা উপসর্গ নিয়ে। জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে রবিবার (৯ আগস্ট) সন্ধ্যায় করোনা সাসপেকটেড আইসোলেশন সেন্টারে ভর্তি হয়।

এছাড়া করোনা আক্রান্ত হয়ে নুরনগরে ডায়াবেটিক হাসপাতালে মৃত্যু হয় আব্দুল হাশেম(৪০) নামে এক ব্যক্তির। নগরীর ১৭৪, শেরই বাংলা রোডের বাসিন্দা আব্দুল কাশেম এর পুত্র আব্দুল হাশেম করোনা আক্রান্ত হয়ে ৯ আগস্ট রবিবার থেকে করোনা হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ৮টায় তার মৃত্যু হয়। খুলনায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ৭৫ জনের মৃত্যু হয়।

খুলনা গেজেট/এমবিএইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!