খুলনায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা কমেছে। মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় খুলনা ২০০ শয্যা ডেডিকেটেড করোনা হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফুলতলার মো. জাহাঙ্গীর কবির (৬৫) মারা গেছেন।
তবে গত ২৪ ঘণ্টায় খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল, খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা জেনারেল হাসপাতাল ও গাজী মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগীর মৃত্যু হয়নি বলে জানিয়েছেন হাসপাতালগুলোর দায়িত্বশীল কর্মকর্তারা।
খুলনা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. শেখ সাদিয়া মনোয়ারা ঊষা জানান, গত ২৪ ঘণ্টায় ৩৩৬টি নমুনা পরীক্ষায় ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১১ শতাংশ।
খুলনা গেজেট/এনএম