খুলনা, বাংলাদেশ | ১২ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  খুলনা, বরিশালে আজ বৃষ্টি হতে পারে

খুলনায় এলপি গ্যাস সংকটে ব্যবসায়ীদের গভীর উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক

বর্তমানে গ্যাস সংকটের কারণে খুলনা এলপি গ্যাস ব্যবসায়ী মালিক সমিতির নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, গত ২/৩ মাস যাবৎ অনেক কোম্পানি খুলনায় গ্যাস সরবরাহ করছে না। এজন্য পরিবেশকরাও ডিলারদের গ্যাস সরবরাহ করতে পারছে না। এতে করে খুলনায় এলপি গ্যাসের ব্যাপক সংকট দেখা দিয়েছে। ঘরের গৃহিনীরা রিকসা করে দোকানে দোকানে ঘুরছেন কিন্তু গ্যাস পাচ্ছেন না। আবার দু’একটি কোম্পানির গ্যাস পাওয়া গেলেও পরিবেশকরা অন্যান্য কোম্পানির সিলিন্ডার গ্রহণ করছে না। ফলে গ্যাস সংকটের সুরাহা হচ্ছে না।

বিবৃতিতে আরও বলা হয়, যে সমস্ত কোম্পানি গ্যাস সরবরাহ করছে না তার মধ্যে রয়েছে নাভানা, জি গ্যাস, ইউনিভার্সেল, গ্রীন, বেঙ্গল, ইউনি, ওরিয়ন, ডেল্টা, দুবাই বাংলা, বসুন্ধরা ও বেক্সিমকো। এতে করে খুলনা শহর ও আশপাশের এলাকার দোকান বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। যদি এভাবে আরও ৪/৫ দিন সংকট থাকে তাহলে একদিকে যেমন রান্নার গ্যাসের তীব্র অভাব দেখা দেবে, তেমনি ব্যবসায়ীদেরও পথে বসার উপক্রম হবে। এজন্য সরকার তথা খুলনা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ব্যবসায়ীরা।

বিবৃতিদাতারা হলেন খুলনা এলপি গ্যাস ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি শেখ মোঃ তোবারেক হোসেন তপু, সহ-সভাপতি হাজী মোশাররফ হোসেন, মোঃ রাকিবুল হাসান, মোঃ আব্দুল হানিফ, সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওদুদ, মোঃ তামান্না, হফিজুর রহমান সিকদার, মোঃ জাকির হোসেন, মোঃ বাবর আলী, মোঃ আকতার হোসেন, বকশি সাইফুল ইসলাম, সাদ্দাম হোসেন জুয়েল, মোঃ রফিক, নাদিম মোল্লা বাবু, কামরান হোসেন কেমি, মোঃ নূর আলম, মোঃ জাফর ইকবাল সাবান, ইমুরুল কায়েস, মোহাম্মদ আলী, শামীম হাসান চান, মোঃ জাকির হোসেন, মোঃ রাজ, মোঃ মিজান চৌধুরী, মোঃ অহিদুজ্জামান, মোঃ হাবিব, মোঃ রানা, মোঃ মিলন, মোঃ মামুন হাওলাদার, মোঃ নজরুল ইসলাম বাবু প্রমুখ। খবর বিজ্ঞপ্তি

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!