খুলনা, বাংলাদেশ | ১১ পৌষ, ১৪৩১ | ২৬ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত
  নিখোঁজের ৪২ ঘণ্টা পর কাপ্তাইয়ের কর্ণফুলী নদী থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার
  ফায়ার সার্ভিস কর্মীকে চাপা দেওয়া ট্রাকচালক আটক
  সচিবালয়ের আগুন সোয়া ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস

খুলনায় আ.লীগের চার প্রার্থী সহ ছয় জনের মনোনয়নপত্র জমা

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন খুলনা-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী সেখ সালাহ উদ্দিন জুয়েল, খুলনা-৩ আসনের প্রার্থী এস এম কামাল হোসেন এবং খুলনা-৪ আসনের প্রার্থী আবদুস সালাম মূর্শেদী। এছাড়া খুলনা-৬ আসনের আওয়ামী লীগের প্রার্থী মো. রশীদুজ্জামান মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বুধবার দুপুরে খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা খন্দকার ইয়াসির আরেফীনের হাতে মনোনয়নপত্র জমা দেন তারা। এ সময় খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

বেলা আড়াই জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে যান সেখ জুয়েল ও এস এম কামাল। এ সময় খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আবদুল খালেক, সাধারণ সম্পাদক এম ডি বাবুল রানাসহ থানা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

বিকাল ৩টায় মনোনয়নপত্র জমা দেন সালাম মূর্শেদী। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ ও যুগ্ম সম্পাদক কামরুজ্জামান জামাল উপস্থিত ছিলেন। খুলনা-৪ আসনে মনোনয়নপ্রত্যাশী অন্য নেতারা উপস্থিত ছিলেন না।

আওয়ামী লীগের ৩ প্রার্থী ছাড়াও মনোনয়নপত্র জমা দিয়েছেন খুলনা-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম রাজু।

বুধবার বিকাল ৩টা পর্যন্ত খুলনার ৬টি আসনে ৫০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। জমা দিয়েছেন ৬ জন। আগামীকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!