খুলনা, বাংলাদেশ | ১ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ড থেকে খালাস পেলেন খালেদা জিয়া
  বাংলাদেশি আর্থিক কেলেঙ্কারিতে মন্ত্রীর পদ ছাড়লেন টিউলিপ

খুলনায় আনসার বাহিনীর চার দিনব্যাপি ফুটবল-ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন

ক্রীড়া প্রতিবেদক

খুলনায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে ৪ দিনব্যাপি আন্তঃ ব্যাটালিয়ন ফুটবল ও ভলিবল প্রতিযোগিতা শুরু হয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জ কমান্ডার শাহ্ আহমদ ফজলে রাব্বি।

আয়োজকরা জানান, আজ মঙ্গলবার থেকে ৪ দিনব্যাপী খুলনা ও বরিশাল রেঞ্জের ৫টি আনসার ব্যাটালিয়নের ফুটবল ও ভলিবল দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।

আঞ্চলিক পর্যায়ের খেলাগুলো খুলনার রূপসার ইলাইপুর ৩ আনসার ব্যাটালিয়ন মাঠে অনুষ্ঠিত হবে। এ খেলায় প্রতিটি ব্যাটালিয়ন নিজেদের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণে ১০ টি ফুটবল ম্যাচ এবং ১০ টি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা থেকে ফুটবল এবং ভলিবলে একটি করে ব্যাটালিয়ন চ্যাম্পিয়ন হবে এবং চ্যাম্পিয়ন দলকে ট্রফি প্রদানের মাধ্যমে ৩০ ডিসেম্বর আঞ্চলিক পর্যায়ের খেলার সমাপনী হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে খুলনা রেঞ্জ কমান্ডার শাহ্ আহমদ ফজলে রাব্বি বলেন, ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রয়েছে বিশাল ঐতিহ্য।এ বাহিনী তৃণমূল পর্যায় থেকে ক্রীড়াবিদ সংগ্রহ করে প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ হিসেবে পরিণত করে। এ বাহিনীর ক্রীড়াবিদগণ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক সফলতা লাভ করেছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বাংলাদেশ গেমস্ এ অংশগ্রহণ করে পর পর চারবার চ্যাম্পিয়ন হওয়ার বিরল গৌরব অর্জন করেছে। ক্রীড়াক্ষেত্রে অসাধারণ সাফল্যের জন্য এ বাহিনী সর্বোচ্চ পুরস্কার স্বাধীনতা পদক অর্জন করেছে জানিয়ে রেঞ্জ কমান্ডার খুলনা সকল ব্যাটালিয়ন আনসার সদস্যকে ক্রীড়াক্ষেত্রে আরো বেশি মনোযোগ এবং পরিশ্রমের মাধ্যমে বাহিনীর সম্মান বৃদ্ধিতে এগিয়ে আসতে আহবান করেন।

এ সময় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ৭ আনসার ব্যাটালিয়নের পরিচালক মোল্যা আবু সাইদ, ১৪ আনসার ব্যাটালিয়নের পরিচালক মোঃ তরফদার আলমগীর হোসেন, ৩০ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক মো: এনামুল হক, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা জেলা কমান্ড্যান্ট মোঃ সেলিমুজ্জামান, ২২ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক এসএম মুজিবুল হক পাভেল, ৩ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক চন্দন দেবনাথ, সহকারী পরিচালক নাজমুছ সালেহীন নূর এবং কোম্পানী কমান্ডার মোহাম্মদ নুরুজ্জামান ও ৩ আনসার ব্যাটালিয়নের সকল পদবীর ব্যাটালিয়ন আনসার সদস্যরা।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!