ছয় বিভাগে পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির ৪ অঙ্গ ও সহযোগী সংগঠন। মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
‘দেশ বাঁচাতে মেহনতী মানুষের পদযাত্রা’ শীর্ষক এ কর্মসূচি যৌথভাবে পালন করবে জাতীয়তাবাদী কৃষকদল, জাতীয়তাবাদী শ্রমিক দল, জাতীয়তাবাদী তাঁতী দল ও জাতীয়তাবাদী মৎস্যজীবী দল।
কর্মসূচির মধ্যে রয়েছে-১৫ জুলাই নোয়াখালীতে (চট্টগ্রাম বিভাগ), ১৯ জুলাই দিনাজপুর (রংপুর বিভাগ), ২৮ জুলাই রাজশাহী (রাজশাহী বিভাগ), ৫ আগষ্ট যশোর (খুলনা বিভাগ), ১২ আগষ্ট হবিগঞ্জে (সিলেট বিভাগ) ও ১৯ আগষ্ট বরিশালে (বরিশাল বিভাগ) হবে এই পদযাত্রা।
সংবাদ সম্মেলনে রিজভী বলেন, বর্তমানে ধনী-গরিবের ব্যবধান চরম পর্যায়ে পৌঁছেছে। স্বল্প আয়ের খেটে খাওয়া মানুষের জীবনে নেমে এসেছে ঘোর দুর্দিন। তারা অর্ধাহারে-অনাহারে দিনযাপন করছে। একদিকে সীমাহীন দুর্নীতি, লুন্ঠন, স্বেচ্ছাচারিতা, শোষণ—বঞ্চনার প্রকোপ, অন্যদিকে মেহনতী মানুষ নুন আনতে পান্তা ফুরায় এর মতো সর্বনাশা দুর্দশার মধ্যে নিপতিত হয়েছে। দেশব্যাপী কৃষক, শ্রমিক, তাঁতী জেলেসহ আপামর মেহনতী জনতাকে উদ্বুদ্ধ করতে এই কর্মসূচি নেওয়া হয়েছে।
রিজভী বলেন, কর্মসূচি বাস্তবায়নের সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে। চার সংগঠনের নেতাদের নিয়ে প্রস্তুতি বৈঠক করেছেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাস, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলসহ পদযাত্রা আয়োজন চার অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা।
এছাড়া যুব, ছাত্র ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ছয় বড় শহরে চলছে ‘তারুন্যের সমাবেশ’। ইতোমধ্যে চট্টগ্রাম, বগুড়া ও বরিশালে সমাবেশ শেষ করেছে। আগামী ৯ জুলাই সিলেট, ১৭ জুলাই খুলনা ও ২২ জুলাই ঢাকায় সমাবেশ রয়েছে।
খুলনা গেজেট/এনএম