খুলনা, বাংলাদেশ | ২২ আশ্বিন, ১৪৩১ | ৭ অক্টোবর, ২০২৪

Breaking News

  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২১৮
  বিএনপি কর্মী খুনের মামলায় সাবের হোসেন ৫ দিনের রিমান্ডে
  সামিট গ্রুপের আজিজসহ পরিবারের ১১ সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

খুলনার ৭ ইউপিতে ভোটগ্রহণ আজ, চেয়ারম্যান প্রার্থী ৩১

নিজস্ব প্রতিবেদক

তৃতীয় ধাপে খুলনার সাতটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে আজ। রবিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলার তেরখাদা ও রূপসা উপজেলার সাতটি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন।

খুলনার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, তৃতীয়ধাপে আজ তেরখাদা উপজেলার মধুপুর, আজগড়া, সাচিয়াদাহ, ছাগলাদাহ, তেরখাদা সদর ও বারাসাত ইউনিয়ন এবং রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে সাতটি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রয়েছে ৩১ জন, সংরক্ষিত আসনে নারী সদস্য পদে প্রার্থী ৯০ জন এবং সাধারণ সদস্য পদে প্রার্থী ২৭৬ জন।

এ নির্বাচনে ৬৩টি ওয়ার্ডের ৬৮টি কেন্দ্রে ভোটার রয়েছে ১ লাখ ২৩ হাজার ৮৯১ জন। এরমধ্যে ৬২ হাজার ৪৮৬ জন পুরুষ ভোটার এবং ৬১ হাজার ৪০৫ জন নারী ভোটার রয়েছে।

নির্বাচনে তেরখাদা উপজেলার ছয়টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন ২৬ জন। এরমধ্যে তেরখাদার মধুপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত মোঃ মোহসিন (নৌকা), ইসলামী আন্দোলনের প্রার্থী মোঃ জিয়াউর রহমান (হাতপাখা) ও স্বতন্ত্র প্রার্থী কাজী কামাল হোসেন (আনারস)।

আজগড়া ইউনিয়নে আ’লীগের প্রার্থী কৃষ্ণ মেনন রায় (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মোল্যা এমদাদুল হক (চশমা), মোঃ আক্তারুজ্জামান (মোটর সাইকেল) মোঃ আবুল হাসান (আনারস), মোঃ বাদশা মলি­ক (ঘোড়া)।

সাচিয়াদাহ্ ইউনিয়নে আ’লীগের প্রার্থী মোঃ বুলবুল আহমেদ (নৌকা), স্বতন্ত্র প্রার্থী উকিল উদ্দিন লস্কার (আনারস), এবিএম আলমগীর সিকদার (চশমা), তাপস বিশ্বাস (ঢোল) ও সোহাগ শেখ (মোটর সাইকেল)।

ছাগলাদাহ্ ইউনিয়নে আ’লীগের প্রার্থী আঃ শুকুর শেখ (নৌকা), স্বতন্ত্র প্রার্থী এসএম দীন ইসলাম (আনারস), মোঃ মনজুরুল আলম (মোটর সাইকেল) ও শেখ কামরুজ্জামান অলিচ (ঘোড়া)।
তেরখাদা সদর ইউনিয়নে আ’লীগের প্রার্থী এফ এম অহিদুজ্জামান (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মোঃ শরিফুল ইসলাম (মোটর সাইকেল) ও শেখ জাহাঙ্গীর আলম (আনারস)।

বারাসাত ইউনিয়নে আ’লীগের প্রার্থী কেএম আলমগীর হোসেন (নৌকা), ইসলামী আন্দোলনের প্রার্থী মোঃ ওমর ফারুক( হাত পাখা), স্বতন্ত্র প্রার্থী আব্দুল­াহ আল মেহেদী (আনারস), আল আমিন হোসেন (চশমা), এজিএম বাছিতুল হাবিব (মোটর সাইকেল) ও মোল্যা মোঃ ইখতিয়ার উদ্দীন (ঘোড়া)।

এছাড়া রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নে চেয়ারম্যান পদে আ’লীগের প্রার্থী সাধন অধিকারী (নৌকা), ইসলামী আন্দোলনের আঃ হাফিজ শেখ (হাত পাখা), জাকের পার্টির সোহেল শেখ (গোলাপ ফুল), স্বতন্ত্র প্রার্থী শেখ মঞ্জুরুল আলম (ঘোড়া) ও ওয়াহিদুজ্জামান মোল্যা (আনারস)।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এম মাজহারুল ইসলাম বলেন, খুলনার সাতটি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্নের লক্ষ্যে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটগ্রহণের পূর্বে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পৌছে যাবে।

খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহাবুব হাসান বলেন, প্রথম ও দ্বিতীয়ধাপের মতো তৃতীয়ধাপেও খুলনা শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হবে। ইতোমধ্যে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।

খুলনা গেজেট /এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!