করোনা ভাইরাস সংক্রমণ রোধে খুলনা সিটি কর্পোরেশনের ১৭ ও ২৪ নম্বর ওয়ার্ড এবং রূপসা এলাকার আইচগাতি ইউনিয়নে দেয়া ২১ দিনের লকডাউন প্রত্যাহার করা হয়েছে। লকডাউন দেয়ায় এসব এলাকায় করোনা পরিস্থিতি দৃশ্যমান উন্নতি হয়েছে বলে মনে করেন সিভিল সার্জন এবং সংশ্লিষ্ট কাউন্সিলররা।
সিভিল সার্জন অফিস থেকে পাওয়া তথ্য মতে, নগরীতে বৃহস্পতিবার পর্যন্ত করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে ২৮৩২ জন। গত ২১ দিন আগে সব থেকে বেশি সংক্রমিত ওয়ার্ড দুটি লকআউন করা হয়েছিলো। সেদিন আক্রান্ত ছিলো ১০৬৮ জন। অর্থাৎ প্রতিদিন গড়ে ৮০ জনের বেশি মানুষ শহরে করোনা আক্রান্ত হয়েছে। তবে গত ৫ দিন ধরে এই সংখ্যা আশানুরুপ ভাবে কমে এসেছে। একই হারে পরীক্ষা হওয়ার পরেও সংক্রমণ হয়েছে গড়ে ৫০ জনের কম।
এদিকে রূপসা উপজেলায় ২১ দিন আগে অর্থাৎ যখন লকডাউন ছিলো তখন করোনা রোগী ছিলো ৭২ জন বর্তমানে রোগী সংখ্যা ১৪৮ জন। এ সংখ্যা দিনদিন কমেছে। রূপসা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মতে উপজেলার মধ্যে আইচগাতি ইউনিয়নে বেশি আক্রান্ত ছিলো। যা প্রভার ফেলেছিলো পুরো উপজেলায়। এখন লকডাউন থাকায় পরিস্থিতি উন্নতি হচ্ছে।
সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ বলেন, খুলনা সিটি কর্পোরেশনের দুটি ওয়ার্ড ও রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়ন গত ২১ দিন লকডাউন থাকায় সেখানে উচ্চ মাত্রায় সংক্রমনের যে হার ছিলো তা অনেকাংশে কমে আসছে বলে প্রমানিত হয়েছে। এতে করে পুরো খুলনায় করোনা পরিস্থিতিতে একটি ইতিবাচক প্রভাব পড়েছে বলে আমি মনে করি।
১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ বলেন, এলাকা বাসী ও স্থানীয় নেতৃবৃন্দ এবং প্রশাসনের সহযোগিতায় খুব সুন্দরভাবে লকডাউন শেষ হয়েছে। লকডাউনের আগে এই ওয়ার্ডে যে হারে সংক্রমণ হচ্ছিলো এখন সেভাবে শোনা যাচ্ছে না তবে এখনও সামাজিক দুরত্ব মেনে চলতে হবে। সেটা না হলে পরিস্থিতি আবারও খারাপ হতে পারে।