বেচাকেনায় মুখর খুলনার একুশের বইমেলা। মহান শহীদ দিবসের আগের দিন মেলার সর্বস্তরে দেখা গেছে একুশের আবহ। দর্শনার্থীও বেড়েছে মেলায়। বেড়েছে বেচাকেনা।
এরইমধ্যে ২০দিন পার করেছে মেলা। এই ২০দিনে মেলায় এসেছে বেশ কিছু নতুন বই। তাই মেলায় কোন বইগুলো বেস্ট সেলার বা সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে, তা এখন অনেকটাই স্পষ্ট।
মঙ্গলবার (২০ফেব্রুয়ারি) মেলার ২০তম দিনে বিভিন্ন স্টল ঘুরে জানা যায়, সবচেয়ে বেশি বিক্রি হওয়া বইগুলো সম্পর্কে।
মেলায় প্রকাশিত বইগুলোর মধ্যে মুহম্মদ জাফর ইকবালের – জিটুৎসি, ওগো টুনটুনি কীগো ছোটাচ্চু বই এসেছে। এবারেও সাদাত হোসাইন- তোমার জন্য দাড়িয়ে ছিলাম বলে ও আগুনডানা মেয়ে বই এসেছে ।এসেছে রুদ্র গোস্বামী- থেকো হৃদয়েই ও তুমিও ভালোবেসো।
তাছাড়া মৌরি মরিয়ম- নাইয়রি, মোশতাক আহমেদ- রোমান্টিক উপন্যাস ফাগুন বসন্তে, আয়মান সাদিক- পোস্টার প্রেজেন্টেশন, আবুল কালাম আযাদ- জনতার মত বিধাতার পথ, সোহানী শিফা- থ্রিলার লাশ নম্বার ৪০৩, মহিউদ্দিন মোহাম্মদ- মূর্তিভাঙ্গা প্রকল্প, ও সুশান্ত সরকারের- শব্দ মায়া।
মেলায় বেস্ট সেলার বইয়ে ব্যাপারে জাহাঙ্গীর লাইব্রেরির জ্যোতি বলেন, এবারের বেস্ট সেলার বইগুলো দেখে একটা বিষয় স্পষ্ট যে, পাঠকের রুচির পরিবর্তন হচ্ছে। তারা উপন্যাস যেমন পড়ছেন, আবার ভ্রমণের মতো মননশীল বিষয়েও ঝুঁকছেন।
মেলায় ভালো বিক্রি হওয়া বইগুলোর মধ্যে আরও রয়েছে- হুমায়ুন আহমেদ এর ফেরা, হিমুর সামগ্রি,বিপিনের সংসার, ডোপামিন, দি গুড লাইফ, ডুইট,পাবলিক স্পিকিং, হাউ টু উইন ফ্রেন্ড অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল এবং সায়েন্স ফিকশন এর বিভিন্ন বই।
পুলিশ কর্মকর্তার ও লেখক সুশান্ত সরকার বলেন, আমি আনন্দিত যে- পাঠক বইটি পছন্দ করেছেন। তারা বইটি পড়ে অত্যন্ত পজিটিভ রিভিউ দিচ্ছেন। বিশেষ করে তরুণ প্রজন্মের যারা তাদের পছন্দের বই হিসাবে শব্দ মায়াকে গ্রহণ করায় আমি তাদের প্রতি কৃতজ্ঞ।
শামীম রহমান বলেন, আসোে একুশে বই মেলা আমাদের প্রানের মেলা। যখন আমি কলেজে পড়তাম তখন প্রতিবছর এই সময়টার জন্য অপেক্ষা করে থাকতাম আর অপেক্ষা করে থাকতাম হুমায়ুন আহমেদ এর নতুন কি বই আসবে বা আসছে সেটার জন্য । এখন আমার ছোট মেয়েটাকে নিয়ে আসলাম আমাদের শিকড়ের সাথে পরিচয় করাতে।
এক এক করে গতকাল ২০তম দিন পার করছে অমর একুশে বই মেলা। আজ একুশে ফেব্রুয়ারি। আবার অপেক্ষা নতুন লেখকের আর অপেক্ষা একগুচ্ছ নতুন বইয়ের।