খুলনায় আলোচিত হাবিবুর রহমান হাবিব হত্যা মামলার রায় পিছিয়ে গেলো। রায় ঘোষণার জন্য আগামী ১৭ আগস্ট ধার্য করেছেন খুুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক সাইফুজ্জামান হিরো।
বৃহস্পতিবার (১১ আগস্ট) সকাল ১০ টার দিকে বিচারক এজলাসে উপস্থিত হন।
সোয় ১১ টার দিকে তিনি জানান, মামলার রায় এখনও প্রস্তুত না হওয়ায় আগামী এই দিন ধার্য করা হলো।
মামলার ৩ জন আসামি এজলাসে উপস্থিত ছিলেন।
হত্যাকান্ডের মূল দুই আসামি পলাতক রয়েছে। এর আগে আদালতের নিরাপত্তা রক্ষার জন্য সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।