খুলনা, বাংলাদেশ | ২৩ পৌষ, ১৪৩১ | ৭ জানুয়ারি, ২০২৫

Breaking News

  রাজধানীতে পঙ্গু হাসপাতালে আগুন
  চিকিৎসার জন্য লন্ডন যেতে বিমানবন্দরের পথে খালেদা জিয়া
  গুম ও জুলাই গণহত্যায় জড়িত ৯৭ জনের পাসপোর্ট বাতিল
  ট্রাভেল ডকুমেন্ট নিয়ে ভারতে আছেন শেখ হাসিনা, ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং

‘খুলনার উন্নয়নে কেসিসি, কেডিএ, ওয়াশা ও ওজোপাডিকোর সমন্বয়হীনতা রয়েছে’

নিজস্ব প্রতিবেদক

খুলনায় ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক নগরায়নে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা অনু‌ষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ও সিয়ামের আয়োজনে খুুলনায় কর্মরত সাংবা‌দিকদের সাথে এই মত‌বি‌নিময় সভা অনু‌ষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, স্বাধীনতার ৫৩ বছরেও খুলনা নগরের কাঙ্খিত উন্নয়ন হয়নি। একটি পরিকল্পিত নগর গড়তে কতো বছর সময় লাগে ? খুলনা শহরকে গ্রীন এবং ক্লিন সিটি গড়ার প্রতিশ্রুতি বার বার পেলেও সেটি হয়নি। খুলনার উন্নয়নে কেসিসি, কেডিএ, খুলনা ওয়াশা ও ওজোপাডিকোর সমন্বয়হীনতা রয়েছে। খুলনাকে গ্রীন এবং ক্লিন সিটি করতে এই চারটি প্রতিষ্ঠানের সমন্বয় প্রয়োজন। নগর উন্নয়নে ১০০ বছরের পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে। খুলনার সার্বিক উন্নয়নে সাংবাদিকরা পাশে থাকবে।

বক্তারা আরও বলেন, অপরিকল্পিতভাবে নগর গড়ে উঠেছে। প্রকল্পগুলোর কাজের সঠিক থাকছে না। সড়ক নির্মাণের বছর পেরিয়ে যেতেই ভঙ্গুর অবস্থা সৃষ্টি হচ্ছে। বিদ্যুতের খুঁটি ও তারের জঞ্জাল থেকে রক্ষায় উন্নত বিশ্বের মতো মাটির নিচ থেকে তার গেলে ভালো হয়। বহু আগে ওজোপাডিকো মাটির নিচ থেকে তার নেওয়ার পরিকল্পনা গ্রহণ করলেও তা বাস্তবায়নে আলোর মুখ দেখেনি। অপরিকল্পিতভাবে হাজার হাজার কোটি টাকা ব্যয়ে নিউজপ্রিন্ট মিলের অভ্যন্তরে ৮০০ মেগাওয়াট বিদ্যুত প্রকল্প গ্রহণ করা হয়েছে। যা আজও আলোর মুখ দেখেনি। রাস্তা বন্ধ করে সৌন্দয্য বর্ধন নয়। খালিশপুর এলাকার অনেক বাড়ির পেছনে এখনও কাঁচা ড্রেন রয়েছে। যা ময়লা-আবর্জনায় আটকে থাকে। একইসঙ্গে সামান্য বৃষ্টিতে রাস্তায় আবর্জনা ছড়িয়ে পড়ে। বর্তমানে যেসব ড্রেন করা হচ্ছে অধিকাংশের গভীরতা কম এবং চওড়া কমিয়ে সরু করা হচ্ছে। আগে পরিচ্ছন্নতা কর্মী দেখা গেলেও বর্তমানে তেমন দেখা যাচ্ছে না। খুলনা শহরকে সুন্দরভাবে সাজাতে সঠিক পরিকল্পনার প্রয়োজন। যে কোন প্রকল্প গ্রহণের পূর্বে জনগণ ও মিডিয়া কর্মীদের আন্তর্ভূক্তি জরুরী।

সভায় নগরের উন্নয়নে বেশ কিছু প্রস্তাবনা পেশ করা হয়। নগরে ন্যায়সঙ্গত অন্তর্ভুক্তিমূলক উত্তরণের উদ্দেশ্য তুলে ধরে আয়োজকরা বলেন, নগরের সামাজিক কাঠামোতে পরিবর্তন। নগর উন্নয়ন পরিকল্পনায় সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ ও মতামতকে প্রাধান্য দেওয়া। সামাজিক ও অর্থনৈতিক সমতাকে অগ্রাধিকার দেওয়া। সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী চিহ্নিত করা ও তাদের সমস্যাগুলো সমাধান করা। জলবায়ু বিপর্যয় রোধে কাজ করা, নগর জীবনে সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করা। নগরের উন্নয়নে সকল শ্রেণীর মানুষকে মতামত দেয়ার সুযোগ করে দেয়ার ল‌ক্ষেই এ উ‌দ্যোগ।

সিয়ামের নির্বাহী প‌রিচালক এড. মাসুম বিল্লাহ’র সঞ্চালনায় সভায় সভাপ‌তিত্ব করেন খুলনা প্রেসক্লা‌বের আহ্বায়ক এনামুল হক।

সভায় বক্তৃতা ও অংশগ্রহণ করেন, জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা শফিকুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব ও দৈনিক আমার দেশ এর ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার আবুল হাসান হিমালয়, কোষাধ্যক্ষ ও দৈনিক সংগ্রামের ব্যুরো প্রধান আব্দুর রাজ্জাক রানা, দৈনিক নয়াদিগন্তের ব্যুরো প্রধান এরশাদ আলী, দৈনিক প্রবাহের চীফ রিপোর্টার মুহাম্মদ নূরুজ্জামান, দৈনিক যুগান্তরের আহমদ মুসা রঞ্জু, বাংলা নিউজের খুলনা ব্যুরো এডিটর মাহাবুবুর রহমান মুন্না, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার শেখ আল এহসান, ঢাকা পোস্টের স্টাফ রিপোর্টার মোহাম্মদ মিলন, দেশ টিভির নূর ইসলাম রকি, কালবেলার বশির হোসেন, দৈনিক বাংলার আউয়াল শেখ, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনা জেলা শাখার সভাপতি এম এ হাসান ও সাধারণ সম্পাদক রবিউল গাজী উজ্জল, ফটো সাংবাদিক সাদ্দাম হোসেন, ডেইলী স্টারের দীপঙ্কর রায়, দৈনিক জন্মভূমির বাপ্পী খান, খুলনা গেজেটের ইমরান হোসেন ও তানভীর আহমেদ, দৈনিক প্রবাহের মামুন রেজা হাওলাদার, প্রতিদিন সেবকের মানজারুল ইসলাম, সাংবাদিক এম এ আজিম, নগরের খবরের তানজিলা খাতুন, হাবিবুর রহমান, সিয়ামের প্রকল্প কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ডাব্লিউবিবি ট্রাস্টের প্রকল্প কর্মকর্তা রাকিবুল হাসান ও মো. ইমরান মিয়া প্রমুখ।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!