খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  হবিগঞ্জের মাধবপুরে গাড়ির ধাক্কায় তিন নারী শ্রমিক নিহত
  সংস্কার কমিশন প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে ইসি, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা কঠিন : সিইসি

খুলনায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক

‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক কর্মশালা রবিবার (৫মে) সকালে খুলনা সার্কিট হাউজের সম্মেলনকক্ষে স্থানীয় সাংবাদিকদের নিয়ে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজন করে।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) এ, কে, এম আজিজুল হকের সভাপতিত্বে এ কর্মশালায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন প্রোগ্রামার আব্দুস সালাম।

সভাপতি তাঁর বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলারই পরিণত রূপ হচ্ছে স্মার্ট বাংলাদেশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিতান কুমার মন্ডল বলেন, গণমাধ্যমকর্মীরা যত বেশি সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরবে তত বেশি আমাদের বৈষম্যহীন, ন্যায়বিচারভিত্তিক স্মার্ট বাংলাদেশের প্রতি এগিয়ে যাওয়া সহজতর হবে।

কর্মশালায় খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের চিন্তা, চেতনা, দর্শন এবং আদর্শিক পরিবর্তনও প্রয়োজন।

কর্মশালায় উপস্থিত সাংবাদিকবৃন্দ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা প্রদানের জন্য সরকারকে আন্তরিকভাবে এগিয়ে আসার উদাত্ত আহবান জানান।

কর্মশালায় ভিডিওচিত্র উপস্থাপন করে স্মার্ট বাংলাদেশ সম্পর্কে বিশদ আলোচনা করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উপপরিচালক সোহেল রানা। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক নাহিদ নাজ।

কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খুলনা বেতারের আঞ্চলিক পরিচালক নিতাই কুমার ভট্টাচার্য, রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালক জিনাত আরা আহমেদ প্রমুখ। কর্মশালায় মোট ৩০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!