খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  সিইসিসহ নতুন নির্বাচন কমিশনারদের শপথ আজ
  অ্যান্টিগা টেস্ট: ৪৫০ রানে ইনিংস ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের, দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ৪০/২

খুলনায় সেবাগ্রহীতাদের অংশগ্রহণে গণশুনানী

নিজস্ব প্রতিবেদক

জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ২০২৩-২৪ এর আওতায় শুদ্ধাচার প্রতিষ্ঠা ও দুর্নীতি প্রতিরোধ সহায়ক কার্যক্রমের অংশ হিসেবে সকল সেবাগ্রহীতাদের অংশগ্রহণে গণশুনানী বৃহস্পতিবার(৯মে) সকালে খুলনা ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস (ডিসিএ) এর কার্যালয়ের সম্মেলকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব মো. আব্দুর রহমান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বিগতদিনে বরাদ্দ এবং বিল পাস ম্যানুয়াল পদ্ধতিতে হতো। কিন্তু বতর্মান সময়ে এগুলো হয় অনলাইন সিষ্টেমের মাধ্যমে। এর ফলে সেবাগ্রহীতাদের ভোগান্তি অনেক কমে গেছে। ডিসিএ কার্যালয়ের সকল কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে করা সম্ভব হচ্ছে। এতে করে সেবার মান উন্নত হচ্ছে, সেবাগ্রহীতারা সঠিকসময়ে সেবা পাচ্ছেন।

মুক্ত আলোচনায় ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস (ডিসিএ) এর কার্যালয়ের সাথে সংশ্লিষ্ট সকল অফিসের কর্মকর্তাগণ সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

খুলনা ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস মো. নুরুল আবসারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিএএফও এ, কে, এম আবদুল্লাহ ফারুক।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ডেপুটি ডিভিশনাল কন্ট্রোলনার অব একাউন্টস প্রকৌশলী নাসিফ কবির।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!