খুলনায় ভাতিজার ছুরিকাঘাতে চাচা গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার দুপুর সোয়া ১২ টার দিকে নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন বানরগাতি বাজারে ঘটনাটি ঘটে। আহত চাচাকে গুরতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভাইপোকে স্থানীয়রা পুলিশের নিকট হস্তান্তর করেছে।
আহত চাচা হলেন, বানরগাতি বাজার এলাকার জনৈক রাজ্জাকের ছেলে মো: দেলোয়ার (৬৫)। আটক ভাইপো বাবু লবণচরা থানাধীন সাচিবুনিয়া এলাকার জনৈক মোহাম্মদ আলীর ছেলে ।
সোনাডাঙ্গা থানার এসআই মো: আব্দুল হাই বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত মো: দেলোয়ার পরিবার থেকে দীর্ঘদিন ধরে বিচ্ছিন্ন। বসুপাড়া কবরখানা এলাকায় তার ছোটবোনের সাথে বসবাস করেন। গত কয়েকদিন যাবত আহত ব্যক্তির ছোটবোন এবং ছোটভাইয়ের মধ্যে সাচিবুনিয়া এলাকার একটি জমি নিয়ে বিরোধ চলে আসছে।
এ ঘটনার জের ধরে মঙ্গলবার সকালে আহত দেলোয়ার সাচিবুনিয়ায় ছোটভাইয়ের বাড়িতে গিয়ে ছোটভাইয়ের স্ত্রীর সাথে খারাপ আচারণ করে। এ ঘটনা জানতে পেয়ে ছোটভাইয়ের ছেলে বাবু ক্ষুব্দ হয়ে চাচাকে মারার জন্য হন্যে হয়ে খুঁজতে থাকে। বাবু পরে জানতে পারে চাচা বানরগাতি আল্লাহর দান নামক একটি ফলের দোকানে বসে আছেন। এমন সংবাদ পেয়ে বাবু বানরগাতি বাজারে এসে ভাই ভাই হার্ডওয়ার ২ নামক দোকানে গিয়ে একটি ধারালো ছুরি ক্রয় করে। পরে চাচাকে দেখতে পেয়ে বাবু প্রকাশ্যে হত্যার উদ্দেশ্যে চাচার গলায় ছুরি দিয়ে আঘাত করে হত্যার চেষ্টা করে। স্থানীয়রা ঘটনাটি দেখে বাবুকে নিবৃত্ত করার চেষ্টা করে।
পরে তাকে স্থানীয়রা খবর দিয়ে পুলিশের নিকট হস্তান্তর করে। আহত চাচাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তার অবস্থা শঙ্কামুক্ত। ঘটনাস্থল থেকে ছুরি এবং ভাইপোকে পুলিশ হেফাজতে নিয়ে থানায় নিয়ে আসে।
খুলন্বা গেজেট/ টিএ